পার্থ মান্নাঃ বিগত কয়েকমাস ধরে মহার্ঘ্য ভাতা বা DA নিয়ে সরকার ও সরকরি কর্মীদের মধ্যে টানাপোড়েন চলছিল। জানুয়ারিতে ৪% বাড়ানোর পর কেন্দ্রীয় সরকারের কর্মীরা যেখানে ৫০% হারে DA পাচ্ছেন সেখানে রাজ্য সরকারি কর্মীদের DA অনেকটাই কম। যার জেরে আন্দোলনে নেমেছিলেন সরকারি কর্মচারীরা। তবে এবার পুজোর মাঝেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালো সরকার, অবশেষে হল DA বৃদ্ধির ঘোষণা।
সরকারি কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য
গত জানুয়ারি মাসেই ৪৬% থেকেই বাড়িয়ে ৫০% করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA। এদিকে লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের তরফ থেকেও DA ১০% থেকে ৪ শতাংশ বাড়িয়ে ১৪% করে দেওয়া হয়। এতে কিছুটা স্বস্তি পেলেও DA আন্দোলন শান্ত হয়নি। তবে এবার পুজোর মাঝেই ফের DA বৃদ্ধির ঘোষণা শোনা গেল। তবে দুঃখের বিষয় হল এই বৃদ্ধি পশ্চিমবঙ্গ সরকার নয় বরং ওড়িশা সরকার ঘোষণা করেছে।
গতকাল অর্থাৎ ষষ্ঠীর দিনে ওড়িশা সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই জানানো হয় ৪% বাড়ানো হচ্ছে DA। যার ফলে ৪৬% থেকে বেড়ে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা ৫০% হারে হয়ে গেল। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় দারুণ খুশি সমস্ত কর্মচারীরা। তাছাড়া এই বৃদ্ধি ১লা জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর করা হবে বলেও জানা গেছে যার অর্থ হল অনেকটাই অতিরিক্ত টাকা পাওয়া যাবে।
DA বৃদ্ধি হলেও থাকছে শর্ত
তবে DA বৃদ্ধির সাথে কিছু শর্ত জারি করা হয়েছে। কি সেই শর্ত? সেটি হল যে সমস্ত রাষ্ট্রায়াত্ত সংস্থা লাভের খাতায় রয়েছে শুধুমাত্র সেই সংস্থার কর্মচারীদেরই বর্ধিতহারে মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। অর্থাৎ সমস্ত রাজ্য সরকারের কর্মীরাই যে ৫০% হারে DA পাবেন তেমনটা কিন্তু একেবারেই নয়।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও DA বৃদ্ধি নিয়ে আন্দোলন চলছে। এরাজ্যে বর্তমানে ১৪ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দেওয়া হয়। এই ভাতা বাড়ানোর জন্যই দীর্ঘদিন ঘরে আন্দোলন চলছে। তাছাড়া আবারও কেন্দ্রীয় সরকারের ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রের ব্যবধান আরও বেড়ে যাবে।