বলিউডের অনস্ক্রিন দম্পতিদের কথা উঠলে সবার আগে যে কয়টা নাম আসে তা হল, রাজ কাপুর-নার্গিস, ধর্মেন্দ্র-হেমা মালিনী, শাহরুখ-কাজল প্রমূখ। তবে এসবের মধ্যে দুটো নাম সবসময়ই চাপা পড়ে থাকে। আর তা হল, অজয় এবং টাবুর নাম। এই জুটি নিয়ে কোনোদিনই কেউ মুখ খোলেনি। অথচ দীর্ঘ তিন দশকে প্রায় ৮ টি ছবিতে একসাথে কাজ করেছেন। আজকের প্রতিবেদনে সেই ছবিগুলির কথাই বলব।
১. বিজয়পথ (১৯৯৪) : ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ড্রামা ‘বিজয়পথ’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ করে এই জুটি। প্রথম বারেই দর্শকদের মধ্যে ছাপ ফেলেছিল এই জুটি।
২. হাকিকত (১৯৯৫) : কুকু কোহলি পরিচালিত একটি অ্যাকশন ড্রামা হল হাকিকত। সেইসময় দারুন শোরগোল ফেলেছিল ছবিটি। আপনি ডিজনি প্লাস হটস্টারে এই মুভিটি পেয়ে যাবেন।
৩. তক্ষক (১৯৯৯) : গোবিন্দ নিহালানি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, রাহুল বোস এবং অমরিশ পুরির মতো অভিনেতারা। ছবির গল্প খুব একটা সাড়া না ফেললেও এর গানগুলি আজও স্মরণীয়।
৪. দৃশ্যম (২০১৫) : এক আলাদাই ফ্যানবেস তৈরি করেছে এই ছবিটি। অজয় এবং টাবুর দূর্দান্ত অভিনয়ের জেরে যতবার ছবিটি দেখা হয় ততবারই নতুন লাগে।
৫. ফিতুর (২০১৬) : আদিত্য রায় কাপুর এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে ক্যামিও করেছিলেন অজয় দেবগন যেখানে টাবু ছিলেন পার্শ্ব চরিত্রে।
৬. গোলমাল এগেইন (২০১৭) : রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল এগেইন’ বলিউডের অন্যতম সেরা হিট। ছবিতে অজয় এবং টাবুর দূর্দান্ত অভিনয় মন কেড়েছিল দর্শকদের।
৭. দে দে পেয়ার দে (২০১৯) : ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রোম-কম ড্রামা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। একজন পঞ্চাশোর্ধ পুরুষ এক সদ্য যুবতীর প্রেমে পড়ে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন তার স্ত্রী ফিরে আসে।
৮. দৃশ্যম 2 (২০২২) : চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি হল দৃশ্যম ২। বক্স অফিসে দূর্দান্ত সাফল্য লাভ করেছে ছবিটি।