8 south suprstars movie are in the list against bollywood

বলিউড, টলিউড সব শেষ! ৩০০০ কোটি বাজেট নিয়ে মাঠে নামছেন এই ৮ সাউথ সুপারস্টার

বর্তমানে ভারতের বাজারে (Indian Market) অর্থাৎ ভারতীয় চলচ্চিত্রের বাজারে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির (South Industry) সাথে লড়াই চলছে হিন্দি সিনে ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউডের (Bollywood)। একটা সময় ভারতীয় সিনেমা(Indian Cinema) বলতে লোকে শুধু বলিউডের কথা ভাবলেও ধীরে ধীরে সেই চিন্তা ভাবনায় বদল এসেছে। তবে করোনা পরবর্তী সময়ে যেন পুরো সিস্টেমটাই রিসেট হয়ে গিয়েছে। আর জাঁকিয়ে বসেছে দক্ষিণী সিনেমাগুলো।

শুরুটা হয় বাহুবলী দিয়ে, আর তারপর থেকে একেরপর এক লাগাতার সুপারহিট সিনেমা দিয়ে চলেছে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড থেকে অস্কার, সবই রয়েছে দক্ষিণী সিনেমার ঝুলিতে। যদিও কাশ্মীর ফাইলস অথবা কেরালা স্টোরির মতো সিনেমা তৈরী হয়েছে বলিউডে যা সারাদেশ জুড়েই বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু এবার বলিউডকে ভাতে মারতে জড়ো হয়েছেন সাউথের ৮ সুপারস্টার!

এক্কেবারে যেন চাঁদের হাট! একদমই তাই, কারণ এবার একেবারে লাইন দিয়ে আসতে চলেছে একেরপর এক দক্ষিণী ছবি। সবথেকে আগে রয়েছে প্রভাস, তার ‘আদিপুরুষ’ মুক্তি পাচ্ছে জুন মাসেই! এছাড়া শীঘ্রই আসবে তার সালার ছবিটিও। প্রভাসের পরই আসছেন আল্লু অর্জুন।

করোনা পরবর্তী সময়ে ভারতের পরথ ব্লকব্লাস্টার হিট ছবি পুষ্পা। এবার সেই ছবিটিরই দ্বিতীয় ভার্সন ‘পুষ্পা: দ্য রুল’ আসতে চলেছে। ৪৫০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে ছবিটি। বহু সময় ধরেই দর্শকরা অপেক্ষা করে রয়েছেন ছবিটির জন্য। আগামী সেপ্টেম্বর আসবে সেটি বড় পর্দায়।

তবে শুধু নতুন জেনারেশন নয়, আসছে দক্ষিণের পুরনো মেগাস্টারদের ছবি। আগামী ১০ অগাস্ট মুক্তি পাচ্ছে থালাইভা রজনীকান্তের ‘জেলার’। মোট ২০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ছবিটি। আগামী বছর আবার রজনীকন্তের ‘কঙ্গুবা’ ছবিটি মুক্তি পাবে। ৩৫০ কোটি টাকা বাজেটের সিনেমা নিয়েও বেশ উন্মাদনা রয়েছে।

এছাড়া একইসাথে জমাটি ছবি নিয়ে আসতে চলেছেন কামাল হাসান। ২৫০ কোটি টাকার বাজেটে তৈরি হতে চলেছে তার ‘ইন্ডিয়ান ২’। সাথে থালাপতি বিজয় এর ‘লিও’ ছবিটিও আসতে চলেছে ১৯ অক্টোবর। এছাড়া জুনিয়র এনটিআর এর ‘এনটিআর ৩০’ আসতে চলেছে খুবই জলদি।

Avatar

Moumita

X