8 upcoming bengali serial of star jalsa here is the information

Moumita

স্টার জলসাতে আসছে ৮ টি নতুন সিরিয়াল, বন্ধ হচ্ছে কোন কোন ধারাবাহিক? দেখুন লিস্ট

Bengali Serial On Star Jalsa: করোনা প্রাক্কালে এক একটা সিরিয়ালের (Bangla Serial) মেয়াদ ছিল প্রায় তিন থেকে চার বছর। তবে এখন সেই সবকিছুই অতীত। কোন সিরিয়াল দুই থেকে তিন মাস চললেও নির্মাতাদের কাছে এখন সেটা বড় বিষয়। আগে তো কোন কোন সিরিয়াল ১০ বছর পর্যন্ত চলারও রেকর্ড রয়েছে। তবে স্টার জলসার(Star Jalsa) এখন যা অবস্থা তাতে টিআরপি (TRP) না থাকলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালের ঝাঁপি।

   

বর্তমান দিনে বাংলা টেলিভিশনের দিকে তাকালে দেখতে পাবেন, একটা সিরিয়াল ৭-৮ মাস থেকে বড়জোর ২ বছর পর্যন্ত থাকছে। টিআরপি কমতে না কমতেই আনা হচ্ছে নতুন মেগা‌। এই যেমন সদ্যই এসেছে তুঁতে (Tunte) এবং সন্ধ্যাতারার (Sandhyatara) মত সিরিয়াল। এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে তুঁতে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে পরপর আটটি নতুন সিরিয়াল আসছে বলে খবর। যারমধ্যে কিছু কিছু ধারাবাহিকের কাস্টিং-ও হয়ে গেছে বলে খবর। কিছু কিছু ধারাবাহিকের শুটিং এখনও বাকি। তবে যে কয়টা প্রোডাকশন হাউসের নাম সামনে এসেছে তার মধ্যে রয়েছে যীশু এবং উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের নাম। খবর মিলেছিল, সন্দীপ্তা সেনকে দেখা যেতে পারে এই মেগায়।

তবে এখন খবর, সন্দীপ্তা নাকি সিরিয়াল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে নায়কের চরিত্রে দেখা যেতে পারে ‘বালিঝড়’ ধারাবাহিকের অভিনেতা কৌশিক রায়কে (Kaushik Roy)। লীনা গাঙ্গুলীর একটি সিরিয়াল আসতে পারে বলেও খবর। যদিও তার কাস্টিং সম্পর্কে কোন খবর এখনও পাওয়া যায়নি।

এছাড়া কেচি আইডিয়া প্রোডাকশনের তরফ থেকেও নতুন একটি সিরিয়াল আসার খবর মিলেছে। পাশাপাশি সুশান্ত দাসের টেন্ট প্রোডাকশনেরও একটি নতুন সিরিয়ালের প্রস্তুতি চলছে এখন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ব্লুজ প্রোডাকশন, মিসিং স্ক্রু প্রোডাকশন, এসভিএফ প্রোডাকশন হাউস এবং রাজ চক্রবর্তীর প্রোডাকশন থেকে সিরিয়াল আসার খবরও মিলেছে।

যদিও এই সিরিয়ালগুলির কাজ এখনও শুরু হয়নি। খবর মিলেছে, যেসব সিরিয়াল টিআরপিতে পিছিয়ে রয়েছে তাদের শেষ করে তার জায়গায় এই নতুন মেগাগুলিকে আনা হবে। একে একে এই আটটি সিরিয়াল জায়গা করে নেবে স্টার জলসাতে। আসলে এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ ছাড়া স্টার জলসার আর কোন সিরিয়ালেরই টিআরপি ভালো নেই। আর সেই কারণেই এই সিদ্ধান্ত চ্যানেলের।