8th August Target Rating Point list of Bengali Serial Geeta LLB became Topper see complete TRP List

ফুলকি-পর্ণা অতীত! TRP-তে একাই কাঁপাচ্ছে জলসার মেগা, দেখুন এসপ্তাহের সেরা দশ সিরিয়ালের লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ আজকের দিনে বাঙালি দর্শকেরা অপেক্ষায় থাকেন টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট (Target Rating Point List) প্রকাশ্যে আসার জন্য। কোন ধারাবাহিকের জনপ্রিয়তা কতটা সেটা টিআরপি চার্ট দেখলেই বোঝা যায়। তাছাড়া এসপ্তাহের রিপোর্ট আসতেই রীতিমত চমকে গিয়েছেন অনেকেই। কেন? কারণ বিগত কয়েক সপ্তাহে নিম ফুলের মধু টপে থাকলেও এবারে সবাইকে টেক্কা দিয়েছে ষ্টার জলসার ‘গীতা LLB’

হ্যাঁ ঠিকই দেখছেন, এসপ্তাহে ৭.০ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপার হয়েছে গীতা LLB। অবশ্য খুব একটা পিছিয়ে নেই জি বাংলার সৃজন পর্ণা জুটি। ৬.৮ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। একইসাথে রয়েছে আরও একটি মেগা ফুলকি। তারপর তৃতীয় স্থানে আবারও ষ্টার জলসার কথা। এসপ্তাহে গোবরদেবী ও পাচক মশাইয়ের জুটির ঝুলিতে এসেছে ৬.৬ পয়েন্ট।

এরপর চতুর্থ স্থানে ৬.৫ পয়েন্ট সহ রয়েছে উড়ান। আর সামান্য একটুর জন্য ৬.৪ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী ও কোন গোপনে মন ভেসেছে। তবেই যেটা দর্শকদের অনেককেই অবাক করেছে সেটা হল এবারে সেরা দশের তালিকায় নেই অনুরাগের ছোঁয়া। হ্যাঁ নতুনের জেরে অনেকটাই পিছিয়ে পড়েছে সূর্য-দীপা জুটি। চলুন দেখে নেওয়া যাক সেরা ১০ বাংলা সিরিয়ালের পয়েন্ট সহ তালিকা।

18th July TRP List of Bengali Serials Phulki Bengal Topper See Complete Target Rating Point Chart

সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)

গীতা LLB – ৭.০
ফুলকি, নিম ফুলের মধু – ৬.৮
কথা – ৬.৬
উড়ান – ৬.৫
জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে – ৬.৪

শুভ বিবাহ – ৬.৩
রোশনাই – ৬. ০
বঁধূয়া – ৫. ৭
মিঠিঝোরা – ৫.৬ (৪৫ মিনিটের পর্ব)
ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.১

আরও পড়ুনঃ আবারও ব্যর্থ মৌমিতা, পর্ণাকে কোলে নিয়েই শিবের মাথায় জল ঢালবে সৃজন? টিভির আগে ফাঁস আগাম পর্ব

অনুরাগের ছোঁয়ার ঝুলিতে এসপ্তাহে এসেছে ৫ পয়েন্ট। এছাড়াও শেষ সপ্তাহে তুমি আসে পাশে থাকলে পেয়েছে ২. ৪। তোমাদের রাণী ধারাবাহিকটিও শেষ হবে, যেটা এবারের টিআরপি লিস্টে ৪.৮ পয়েন্ট পেয়েছে। ধারাবাহিক ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর রবিবারে রপর্বের টিআরপি ৫.৩।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X