Central Government will not give away the 18 months arrear of DA-DR

একধাক্কায় ডবল হবে মাইনে, পেনশন! কবে চালু হতে পারে অষ্টম পে কমিশন

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে সপ্তম পে কমিশনের (7th Pay Commision) হিসাবে বেতন পান কেন্দ্রীয় সরকরের কর্মীরা। যদিও DA নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যের কর্মীরা আন্দোলন করে আসছেন। তবে সম্প্রতি যেটা জানা যাচ্ছে তাতে হাসি ফুটেছে প্রায় ১ কোটিরও বেশি সরকারি কর্মীদের মুখে। আসলে ২০১৬ সালে শুরু হয়ে সপ্তম পে কমিশন, যার মেয়াদ ১০ বছরের অর্থাৎ আগামী ২০২৫ সালের ৩১ শে ডিসেম্বরই শেষ হচ্ছে মেয়াদ। এরপর ১ লা জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম পে কমিশন চালু হলেই এক ধাক্কায় অনেকটাই বাড়বে মূল বেতন থেকে শুরু করে পেনশনের টাকা।

শেষের পথে সপ্তম পে কমিশনের মেয়াদ

সরকারি কর্মীদের অনেকেরই ধারণা সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হলে অষ্টম পে কমিশন (8th Pay Commision) আসলেই নূন্যতম বেতন থেকে শুরু করে পেনশন অনেকটাই পরিবর্তন হবে। যদিও এই নিয়ে  কোনো অফিসিয়াল ঘোষণা এপর্যন্ত হয়নি। তবে ১০ বছরের মেয়াদ ধরলে ২০২৬ থেকেই সেটা কার্যকরী হবে বলে ধরে নেওয়া যায়। বিগত কয়েকমাসে কর্মী ইউনিয়ানের তরফ থেকে এই বিষয়ে বহুবার প্রশ্ন করা হয়েছে। কিন্তু কোনো জবাব মেলেনি। এবছরের বাজেটেও অষ্টম পে কমিশনের প্রসঙ্গে প্রশ্ন এলে জানানো হয় যে এই নিয়ে কাজের জন্য অনেক সময় আছে।

অতীতে ষষ্ঠ থেকে সপ্তম পে কমিশনে পরিবর্তনের সময়েই কর্মীরা মাইনের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ করার দাবি জানিয়েছিলেন। কিন্তু সেটা মানা হয়নি, বদলে ২.৫৭ রাখা হয়। এতেই নূন্যতম বেতন ৭০০০ থেকে বেড়ে ১৮০০০ হয়ে যায় ও সর্বনিম্ন পেনশন ৩৫০০ থেকেই বেড়ে ৯০০০ টাকা হয়েছিল। এর ফলে মূল্যবৃদ্ধির হাত থেকে স্বস্তি পেয়েছিলেন কর্মী তথা পেনশন  প্রাপকরা।

আরও পড়ুনঃ ফের বাড়ছে DA, এবার কত শতাংশ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

অষ্টম পে কমিশনে কত হবে বেতন ও পেনশন?

এবার আশা করা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ হারে বাড়ানো হতে পারে। যদি সেটা হয় তাহলে সর্বনিম্ন মাইনে ১৮,০০০ থেকে বেড়ে এক ধাক্কায় ৩৪,৫৬০ টাকা হয়ে যাবে। অন্যদিকে পেনশনের টাকাও ৯০০০ এর বদলে ১৭২৮০ টাকা হয়ে যাবে। যার ফলে ১  কোটিরও বেশি সরকারি কর্মীরা ও পেনশনভোগীরা উপকৃত হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X