আত্মঘাতী সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর অশ্বনী কুমার, মিলেছে সুইসাইড নোট

আত্মঘাতী হলেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর অশ্বনী কুমার। বুধবার রাতের দিকেই জানা গিয়েছিল এই খবর৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। অবসাদের কারণেই এই চরম সিদ্ধান্ত বলে অনুমান। উদ্ধার হয়েছে সুইসাইড নোট৷ মণিপুর ও নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন তিনি।

Avatar

Koushik Dutta

X