গোটা দেশ জুড়েই শুরু হতে চলেছে উৎসবের মরশুম। আর তাতেই অশনি সংকেত দেখছেন অনেকে। কারণ মানুষ যে রাস্তায় ভিড় করে নামবেন না এই আশা আপাতত করা যাচ্ছে না। তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন পরামর্শ দিয়ে বলেছেন, ‘কোনও ধর্ম বা ভগবান উৎসব সাড়ম্বরে পালনের কথা বলেনি… পুজোয় আনন্দ করুন, তবে ভিড় করে নয় ঘরে বসে।’