প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ওয়েব সিরিজ় জুবিলি এখন সিনে দুনিয়ার অন্যতম চর্চিত বিষয়। প্রথম ওটিটিতে হাতেখড়ি হচ্ছে টলিপাড়ার বুম্বাদার। আর তাও আবার সোজা হিন্দি সিরিজে। আপাতত সেই সিরিজের প্রচারেই ব্যস্ত অভিনেতা। তবে জানেন কি, এর আগেও বুম্বাদার জন্য টিনসেল নগরীর ডাক এসেছিল।
বাংলা সিনেমায় এখন প্রায় অভিভাবকসম। এই ইন্ডাস্ট্রিতে তার অবদান কম কিছু নয়। তবে হয়তো অনেকেই জানেন, আবার জানেন না, সলমন খানের (Salman Khan) কেরিয়ারে মোড়ঘোরানো ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র (Mayne Payar Kiya) প্রথম প্রস্তাব আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে (Prosenjit Chatterjee)। বিষয়টা অবাক করা হলেও, এটাই সত্যি।
আসলে বর্তমানে জুবিলির প্রচারেই বারে বারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি। যার ফলে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বুম্বাদাকে। এই যেমন সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির অফার নিয়ে। জবাবে জানিয়ে দিলেন, তিনিই প্রথম পছন্দ ছিলেন এই ছবির জন্য। যদিও ঠিক কী কারণে ছবির অফার ফিরিয়েছিলেন সেই বিষয়ে মুখ খুললেননা তিনি।
কারণ জানতে চাওয়ায় তিনি বলেন, ‘এসব ছাড়ুন, ভুলে যান, বরং আমরা জুবিলি নিয়ে কথা বলি।’ যদিও অতীতে বিভিন্ন সময় প্রসেনজিৎ এই ছবি প্রসঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছেন, তবে এবার খানিকটা এড়িয়েই গেলেন। পাশাপাশি অভিনেতা জানান, ‘সাংহাই’ তার প্রথম হিন্দি ছবি ছিল।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত সলমন খান ও ভাগ্যশ্রী অভিনীত ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’। সেই বছরের সবচেয়ে বড় হিট ছিল এই ছবি। সলমন খানের কেরিয়ারেও বড় ব্রেক ছিল ছবিটি। এদিকে একই সময়ে, প্রসেনজিৎ সাইন করেন ‘অমর সঙ্গী’ ছবিটি। এই ছবিটিও দারুন হিট হয় সেই সময়।