বলিউড (Bollywood) জগতের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় প্রথমের দিকেই রয়েছে তাঁর নাম। তিনি সকলের প্রিয় ‘ভাইজান’ সলমান খান (Salman Khan)। এখনও এই অভিনেতার দাপট চলছে বলি জগতে। দিনের পর দিন বেড়েই চলেছে তাঁর জনপ্রিয়তা। খুব শীঘ্রই বক্স অফিসের ঝড় তুলতে আসছেন সল্লু ভাই। আর এসবের মাঝেই অভিনেতার ভক্তদের জন্য এল সুখবর।
ফিল্মফেয়ার ৬৮ শোয়ে সঞ্চালকের ভূমিকা পালন করতে দেখা যাবে সলমান খানকে। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে অভিনেতার ভক্ত মহলে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয় নিয়ে কথা বলতে দেখা গেল এই অভিনেতাকে। তুলে ধরলেন অতীত কথাও।
১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যাইসি’ ছবির হাত ধরে বলিউড জগতে পা রেখেছিলেন সলমান খান। যদিও সে সময় তেমন ভাবে জনপ্রিয়তা পাননি তিনি। ১৯৮৯ সালে ‘ম্যায় নে প্যার কিয়া’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মনের পাকাপাকি ভাবে জায়গা করে নেন বলিউড ‘ভাইজান’। এরপর আর কখনও পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
এমনকি এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার কথা ছিল সলমানের। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদল করা হয় ফিল্মফেয়ার কর্তৃপক্ষের তরফে। সেরা অভিনেতার পুরস্কার তুলে দেওয়া হয় জ্যাকি শ্রফের হাতে। আর এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারেননি সলমান। নিয়ে ফেলেন চরম সিদ্ধান্ত।এমনকি রেগে গিয়েছিলেন অভিনেতার বাবা সেলিম খানও।
View this post on Instagram
অথচ সময় যত এগিয়েছে ততই ফিল্মফেয়ার পুরস্কার মঞ্চের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সল্লু ভাইয়ের। চলতি বছরেও তিনি থাকবেন গোটা মঞ্চ জুড়ে। আর এই খবর প্রকাশ্যে আসতেই বেজায় খুশি অভিনেতার ভক্তরা।
উল্লেখ্য, চলতি বছরের ঈদে মুক্তি পেতে চলেছে সলমান খান অভিনীত ছবি ‘ কিসি কা ভাই কিসি কা জান’। এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ‘ইয়েতাম্মা’ গানটি। এই গানে একসঙ্গে কোমড় দুলিয়েছেন সলমান খান, ভেঙ্কটেশ, রামচরণ এবং পূজা হেগরে। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সলমান ভক্তরা।