ছোট পর্দা (Bengali Serial) হোক কিংবা বড় পর্দা (Tollywood)। সর্বত্রই দাপট চলেছে জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুর (Anjana Basu)। স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা। সর্বত্রই দেখা গেছে তাঁকে। তবে দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘পিলু’ ধারাবাহিকের ‘মণি মা’ চরিত্রটি।
সদ্য মুক্তি পেয়েছে অঞ্জনা বসু অভিনীত ছবি ‘দিলখুশ’। বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছে এই ছবি। তবে অনেকেই হয়তো জানেন না, এই ছবির শুটিং চলাকালীনই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। আর সেই জন্যই নাকি ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি বলেন, ‘দুবার আমার শরীরে বাসা বেঁধেছে কোভিড। প্রথমবার সুস্থ হয়ে গেলেও দ্বিতীয়বারের বেলায় কোভিডের সঙ্গে ডেঙ্গিও হয়েছিল। আর সে কারণেই আমার ফুসফুস কিডনি সব নষ্ট হয়ে গিয়েছে। আমার কখনোই সুগার ছিল না তবে বর্তমানে শরীরে বাসা বেঁধেছে এই রোগটিও’।
অভিনেত্রীর সংযোজন, ‘আমার জরায়ুতে বিশাল আকৃতির টিউমার ছিল। সেটাও অপারেশন করে বাদ দিতে হয়েছে। বলতে গেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি যে আবার কাজ শুরু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক’।
উল্লেখ্য, দীর্ঘ অসুস্থতা কাটিয়ে ফের অভিনয় জগতে ফিরে এসেছেন সকলের প্রিয় ‘মণি মা’। খুব শীঘ্রই শুরু হতে চলেছে নয়া ধারাবাহিকের শুটিং। আর অঞ্জনা বসুর অভিনয় জগতে ফিরে আসার খবরে খুশির হাওয়া বইতে শুরু করেছে ভক্ত মহলে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রীকে পুনরায় সিরিয়ালে দেখার জন্য।
অসুস্থতার কারণে মাঝখানে একটা লম্বা বিরতি নিতে হয়েছে অঞ্জনা বসুকে। তবে এবার তিনি কেবলমাত্র নিজের কাজে মনোনিবেশ করতে চান। বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন তিনি। আর এবার পালা ছোট পর্দায় ফিরে আসার।