Gargi

‘বারবার নিজেকে ভেঙেছি আর গড়েছি’, কমার্শিয়াল ছবি না করেও টলিউডের ব্যস্ততম নায়িকা ‘গার্গী’

টলিউড (Tollywood) জগতে তিনি বেশ পরিচিত। একাধিক ছবিতে অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন। বরাবরই একেবারে অন্য ধাঁচের চরিত্রে অভিনয় করতেই ভালোবাসেন জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায় চৌধুরী (Gargi Roy Chowdhury)। ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন জীবনের একটা বড় সময়। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘শেষ পাতা’ (Sesh Pata)।

কেবলমাত্র অভিনেত্রী হিসেবেই নয়। ভক্তদের কাছে তিনি ভালোবাসা পেয়েছেন গায়িকা হিসেবেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা গল্প শোনালেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তুলে ধরলেন একাধিক বিষয়।

সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়। ঠিক তেমনই পরিবর্তন হয়েছে ছবির ভাষা এবং ধারায়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে বহু তারকাদের অভিনয়ের ধরন। এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি কমার্শিয়াল ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি বরাবর এমন চরিত্রে কাজ করতেই ভালোবাসি যেটা আমাকে আনন্দ দেবে। এখনকার মানুষ নায়ক নায়িকার মধ্যে নিজেকে খুঁজে পেতে চান’।

বিনোদন,টলিউড,গার্গী রায় চৌধুরী,ওয়েব সিরিজ,Entertainment,Tollywood,Gargi Roy Chowdhury,OTT Platform

অভিনেত্রীর সংযোজন, ‘করোনা পরিস্থিতির পর অনেক কিছুই বদলে গেছে। এখন মানুষ বেশি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখতে পছন্দ করেন। আর সে কারণেই এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা কাজ পেতেন না তারা এখন কাজ পাচ্ছেন। নবাগতদের জন্য এটা খুবই ভালো একটা সুযোগ’।

বিনোদন,টলিউড,গার্গী রায় চৌধুরী,ওয়েব সিরিজ,Entertainment,Tollywood,Gargi Roy Chowdhury,OTT Platform

গার্গী রায় চৌধুরী আরও বলেন, ‘আমি বছরে দুটোর বেশি সিনেমা করতে সাহস পাই না। এই বছর আমার মোট তিনটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু একটা ছবির চরিত্রের সঙ্গে মিল নেই অন্য ছবির চরিত্রের। আর এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা। ‘রামধনু’ ছবিতে মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ হয়ে উঠেছি আমি। ‘হেমন্ত’ ছবিতে ভীষণ ব্যক্তিত্বশীল একটা চরিত্র দেওয়া হয়েছিল আমাকে। ঠিক তেমনই ‘শেষ পাতা’ ছবিতে আমাকে যে চরিত্রে অভিনয় করতে দেওয়া হয়েছিল সেটা আমার কাছে ভীষণ প্রিয় ছিল। এই ছবিটা একদম আমার মনের মতন হয়েছে’।

Avatar

Additiya

X