তিনি পেয়েছেন মহানায়িকার তকমা। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood) সর্বত্রই দাপট চলেছে তাঁর। অথচ বাংলার প্রথম অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Roy) ছবিতে কখনই কাজ করতে দেখা যায়নি সুচিত্রা সেনকে (Suchitra Sen)। কেন কখনই এই দুই তারকা জুটি বাঁধলেন না সেই প্রশ্ন রয়ে গেছে অভিনেত্রীর বহু ভক্তের মনে।
একজন ছিলেন টলিউডের প্রথম সারির পরিচালক। অন্যজন মহা নায়িকা। অথচ এই দুজন কখনও একসঙ্গে হলেনই না ফ্রেমবন্দি। তবে টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার সুপ্ত ইচ্ছে ছিল অভিনেত্রীর মনে। তবে জনপ্রিয় পরিচালক নাকি বেঁধে দিয়েছিলেন বেশ কিছু কঠিন শর্ত। আর সেই শর্ত মেনে নিতে না পারায় হয়নি একসঙ্গে কাজ করা।
‘পথের পাঁচালী’, ‘অপুর সংসার’ এর মত একগুচ্ছ আইকনিক ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন টলিউডের নায়ক-নায়িকারা। অথচ মহানায়িকার সঙ্গে কাজ করলেন না তিনি। যদিও ইচ্ছে ছিল উভয়েরই। কিন্তু হয়নি ফলপ্রসূ। ছবির প্রস্তাব পেয়েও মুখের ওপরেই নাকি ‘না’ করে দিয়েছিলেন সুচিত্রা সেন।
জানা যায়, ‘দেবী চৌধুরানী’ অবলম্বনে একটি ছবি তৈরি করতে চেয়েছিলেন পরিচালক সত্যজিৎ রায়। নায়িকার জন্য তিনি বেছে নিয়েছিলেন সুচিত্রাকে। কিন্তু দিয়েছিলেন বেশ কিছু শর্ত। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন এই ছবির কাজ করতে করতে আর অন্য কোন ছবির প্রস্তাবে রাজি হতে পারবেন না সুচিত্রা। তাকে শুধুমাত্র দেবী চৌধুরানীর চরিত্রের ওপরেই মনোনিবেশ করতে হবে। পরিচালকের বেঁধে দেওয়া এই নিয়ম কিছুতেই মেনে নিতে পারেনি সুচিত্রা।
জানা যায়, ওই সময় মহানায়িকার হাতে ছিল বহু কাজের প্রস্তাব। এমনকি অসংখ্য ছবির জন্য সই করে ফেলেছিলেন তিনি। কথার খিলাপ করা মোটেই সম্ভব ছিল না অভিনেত্রীর পক্ষে। আর সে কারণেই একসঙ্গে কাজটা করাই হল না সুচিত্রা-সত্যজিতের।