অপেক্ষার আর মাত্র কয়েকদিন। বক্স অফিস কাঁপাতে আসছেন বলিউড (Bollywood) ভাইজান সলমান খান (Salman Khan) । ইদে মুক্তি পেতে চলেছে ‘কিসি কা ভাই কিসি কা জান’ (Kisi Ka Bhai Kisi Ka Jaan) ছবি। অভিনেতার ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সকলেই শুরু করে দিয়েছেন কাউন্টডাউন। তবে বক্স অফিসে কতটা সাফল্য আনতে পারবে এই ছবি সেই প্রশ্নই উঠেছে ট্রেলার মুক্তি পাওয়ার পর।
এই প্রথমবার দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে জুটি বাঁধছেন সল্লু ভাই। ছবি নিয়ে লাফালাফি শুরু করেছেন ভাইজান ভক্তরা। তবে ট্রেলার মুক্তি পাওয়ার পরেই আসছে নানান নেগেটিভ প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারবে না এই ছবি। আর তার সবচেয়ে বড় একটি কারণ হলো নিজের চাইতে অনেকটাই ছোটবয়সী নায়িকা সঙ্গে পর্দায় রোমান্স করছেন অভিনেতা।
বলিউড জগতে যতই নাম ডাক থাকুক না কেন। সলমান খানের এমন বেশ কিছু ছবি রয়েছে যা সেভাবে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। আজকের এই প্রতিবেদনে জানাবো এমন পাঁচটি ছবির কথা। যে ছবিগুলিতে সালমান খান থাকা সত্ত্বেও বাজে ভাবে ফ্লপ হয়েছে। পেরোতে পারেনি ৫০ কোটির গন্ডিও।
রাধে : ২০২১ সালে মুক্তি পেয়েছিল সলমান খান অভিনীত ‘রাধে’। নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল দিশা পাটানিকে। IMBD রেটিং ছিল মাত্র ১.৯। ৯০ কোটি টাকার বাজেটের এই ছবি ব্যবসা করেছিল ১৮.৩৩ কোটি টাকা।
টিউবলাইট : ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘টিউবলাইট’। IMBD রেটিং অনুযায়ী মাত্র ৩.৫ পয়েন্ট পেয়েছিল এই ছবি। যদিও বক্স অফিসে আয় হয়েছিল ২০০ কোটি টাকার কাছাকাছি।
রেস থ্রি : রেস এবং রেস টু জনপ্রিয়তা পেলেও। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল রেস থ্রি ছবি। IMBD রেটিং মাত্র ১.৯। তবে বক্স অফিসে প্রায় ৩০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল এই ছবি।
যুবরাজ : সালমান এবং ক্যাটরিনা অভিনীত ‘যুবরাজ’ ছবি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ৪৮ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই ছবি। তবে আয় হয়েছিল মাত্র ৩১.২২ কোটি টাকা।