অদ্ভুত পোশাক চয়নের ক্ষেত্রে নিজেকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন উরফি জাভেদ (Urfi Javed)। কখনও কখনও তো টপলেস হয়েও ক্যামেরার সামনে চলে আসেন তিনি। সত্যি বলতে, তাকে টেক্কা দেওয়ার মত কয়জন আছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাও কম হয়না।
তো এহেন স্বঘোষিত ফ্যাশনিস্তার ফ্যাশন সেন্সের তারিফ করেছেন অনেকেই। তালিকায় রয়েছে রণবীর সিং থেকে শুরু করে করিনা কাপুর খান, সানি লিওনের মত তাবড় তাবড় তারকাদের নাম। তবে এসবের পাশাপাশি বিতর্কও কম হয়না। আর এখন তো ডেথ থ্রেটও পাচ্ছেন এই ইন্টারনেট সেনসেশন।
তবে এবার উরফির হয়ে মাঠে নামলেন র্যাপার হানি সিং। গায়কের সাফ কথা, ‘এটা ২০২৩, উরফি যা খুশি তাই পরতে পারেন।’ নিকট অতীতে পিঙ্কভিলার সাথে আলোচনায় বসেছিলেন হানি। সেখানে তিনি বলেন, ‘উরফি জাভেদ একজন মহিলা, উনি সাহসি পোশাকে বাইরে বের হন। কিছু লোকজন ওকে নিয়ে ভুলভাল কথা বলেন, কিন্তু এটা ২০২৩। উনি যা খুশি তাই পরতে পারেন। এটা ওর ব্যক্তিগত বিষয়।’
উরফির পাশাপাশি হানি সিং-কে নিয়েও রয়েছে বিতর্ক। গানের মধ্যে অশ্লীল কথা ব্যবহার করার অভিযোগে হানির বিরুদ্ধে মামলা দায়েরও হয়েছিল। এই প্রসঙ্গে গায়কের মত, ‘বলিউডে এধরনের গানের দীর্ঘ ইতিহাস রয়েছে।’ তার গানের কথা নিয়ে হওয়া ট্রোল নিয়েও নেটিজনদের কটাক্ষ করেন তিনি।
হানির কথায়, ‘এর আগে বরং মানুষ বেশি বুদ্ধিমান ছিল। বুদ্ধিজীবী ও শিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আজ দুধরনের মানুষকে গুলিয়ে ফেলছি। শিক্ষিত লোকজনকেই বুদ্ধিজীবী বলছি। মানুষ আগে আরও অনেক বেশি বড় মনের ছিল। তারা বিনোদনকে বিনোদন হিসেবেই দেখত। আজ, কোনও অভিনেত্রী যদি বিকিনি পরেন, তাকে হয়রানি শিকার হতে হয়। কিন্তু কেন কেউ বিকিনি পরতে পারবেন না?’
পাশাপাশি তাকে ‘নারী বিদ্বেষী’ শব্দ ব্যবহারের প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। জবাবে হানি বলেন, ‘সবটাই গানের ভাব অনুযায়ী লেখা, নারীদের অপমানের জন্য নয়। আর তাই যদি হবে অভিভাবকরা মেয়ের বিয়েতে আমায় গান গাইতে কেন ডাকেন? আন্টি পুলিশ বুলা লেগি গানে কেন বয়স্ক মহিলারা আমার সঙ্গে স্টেজে উঠে নাচেন?’