প্রতিনিয়ত যেভাবে দাপট দেখাচ্ছে গরম (Heat Wave), তাতে প্রতিদিনের রেকর্ড ভাঙছে মুহূর্তেই। তাপমাত্রার (Weather) পারদ যেভাবে চড়চড়িয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। একটু ঠান্ডার (Cold) খোঁজে চাতকের দৃষ্টিতে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে আমজনতা। ঘরে থাকলে শুধুমাত্র ফ্যানেও কাজ চলছে না। বর্তমান পরিস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (Air Conditioner) ছাড়া উপায় নেই কারও।
অফিস হোক কিংবা বাড়ি, রাস্তায় বেরিয়ে অতিষ্ঠ হয়ে উঠছেন মানুষ। কিন্তু বাড়িতে কিংবা অফিসে AC ছাড়া প্রাণ একেবারেই ওষ্ঠাগত এই গরমে। এই ঠান্ডা মেশিন ছাড়া বিকল্প কিছু ভাবতেই পারছেন না কেউ। কিন্তু বাড়তি বিদ্যুৎ বিলের হয়ে অনেকের ইচ্ছে থাকলেও ব্যবহার করতে পারেন না এই মেশিন। তবে পাঁচ ম্যাজিকেই সমস্ত সমস্যার সমাধান হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বিদ্যুৎ বিল।
একটি সমীক্ষা অনুসারে জানা যাচ্ছে, প্রতিটি মানুষের শরীরের জন্য ২৪ ডিগ্রি তাপমাত্রাতেই AC চালানো উচিত। কারণ অনেকেই মনে করেন ১৬-১৮ ডিগ্রি তাপমাত্রাতেই ঘর ভালো ঠান্ডা হয়ে থাকে। কিন্তু এতেই বাড়ছে বিপদ। লাগাম ছাড়া হয়ে যাচ্ছে বিদ্যুৎ বিল। তবে এক সমীক্ষায় জানানো হয়েছে AC তে ২৪ ডিগ্রি তাপমাত্রা যেমন শরীরের জন্য কার্যকরী ঠিক তেমনি বিদ্যুৎ বিলেও সাশ্রয় করে।
অন্যদিকে ঘরকে সঠিকভাবে ঠান্ডা রাখতে এই ঠান্ডা মেশিনের সাথে ফ্যান ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গবেষণায় জানা যাচ্ছে স্লিপ মুডে এই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি রাখলে ৩৬ শতাংশ বিদ্যুৎ বিল সাশ্রয় করা সম্ভব।
গরমের এই কঠিন পরিস্থিতিতে যেমন AC ছাড়া চলা মুশকিল ঠিক তেমনি AC ঘরে থাকলেও বেশ কিছু বিষয় নজর দেওয়া উচিত। এমন ঘরেই এই যন্ত্র লাগানো উচিত যেখানে জানালা দরজা ভালোভাবে বন্ধ রাখা সম্ভব। যেখানে বাইরের গরম হওয়া ঘরে ঢুকতে পারবেনা কিংবা ঘরের ঠান্ডা হওয়া বাইরে যেতে পারবে না। এই পদ্ধতি মেনে চললে অনেকটাই বিদ্যুৎ বিল সাশ্রয় করা সম্ভব।
আবার এক গবেষণায় জানা যাচ্ছে গরম পড়তেই এই মেশিনটি ভালোভাবে সার্ভিসিং না করিয়ে ব্যবহার করলে বাড়তে পারে বিদ্যুৎ বিল। যার কারণ হিসাবে জানা যাচ্ছে, দীর্ঘদিন এই যন্ত্র বন্ধ হয়ে থাকার ফলে তাতে ধুলোবালি জমা হয়ে থাকে। ফলে সেগুলি সঠিকভাবে পরিষ্কার করে ব্যবহার করলে সাশ্রয় হবে বিদ্যুৎ বিল।