Salman Khan

ঈদে সিনেমাহলে দাপট শুধু ‘সালমানে’র, জায়গা নেই বাংলা ছবির, তলিয়ে গেল জিৎ-র ‘চেঙ্গিজ’!

মাত্র এক দিনের অপেক্ষা। তারপরেই গোটা দেশজুড়ে মুক্তি পাচ্ছে বলিউড ভাইজানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ‘রাধে’, ‘অন্তিম’-র ব্যর্থতা ভুলে নতুন ব্লকব্লাস্টারের আশায় দিন গুনছেন তিনি। সেইসাথে দর্শকদেরও আশা, আসন্ন ঈদে রেকর্ড ব্যবসা করবে ছবিটি।

তবে এই উত্তেজনার মধ্যে চরম হতাশায় বাংলা ইন্ডাস্ট্রির নির্মাতারা। ‘পাঠান’-এর মতোই ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর আগমনে বাংলার সিনেমা হলেই কোণঠাসা বাংলা ছবি। এরই মধ্যে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে জিৎ (Jeet) অভিনীত ছবি ‘চেঙ্গিজ’ (Chengiz)। জিৎ-র ছবির তুলনায় পাঁচগুণ বেশি শো পেয়েছে. সলমনের (Salman) ‘কিসি কা ভাই কিসি কি জান’।

বুক মাই শো-এর পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পশ্চিমবঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’-র শো সংখ্যা ২৯০টি, সেখানে চেঙ্গিজ পেয়েছে মাত্র ৬২টি শো! যদিও শো সংখ্যা ছবির সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করেনা, তবে প্রাথমিকভাবে নিজের রাজ্যেই এই লড়াইয়ে পিছিয়ে রয়েছে চেঙ্গিজ।

প্রসঙ্গত উল্লেখ্য, ইদের দিন সলমনের ছবির সঙ্গেই দেশজুড়ে মুক্তি পাচ্ছে জিতের ‘চেঙ্গিজ’। মুম্বই, দিল্লি থেকে লখনউ- বাংলার বাইরে ব্যাপকহারে ছবির প্রচার করেছেন অভিনেতা। তবে ভাইজানের সামনে কতটা টিকতে পারবেন তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এছাড়া গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত তিনটি ছবি ইতিমধ্যেই উড়ে গেছে ভাইজান ঝড়ে।

বলিউড,বিনোদন,গসিপ,সলমন খান,কিসি কা ভাই কিসি কি জান,চেঙ্গিজ,জিৎ,Bollywood,Entertainment,Gossip,Kisi Ka Bhai Kisi Ka Jaan,Eid,Chengiz,Jeet,Salman Khan

বৃহস্পতিবার (আজ)-ও যেখানে লাভ ম্যারেজের শো রয়েছে ৪৫টি, তা আগামিকাল থেকে হবে মাত্র ৬টি। এদিকে প্রসেনজিৎ-র ‘শেষ পাতা’র ঝুলিতে এসেছে মাত্র ২ টি শো। তবে মোটামুটি ব্যবসা করেছে ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’। প্রযোজনা সংস্থার কথায়, প্রথম সপ্তাহন্তে ২ কোটির ব্যবসা করেছে ছবি। তবে সলমনের দাপটে শো সংখ্যা ১৪৪ থেকে নেমে দাঁড়িয়েছে ৭৮-এ।

Avatar

Moumita

X