এইমুহুর্তে গোটা টিনসেল নগরী জুড়ে তিন খানের রাজত্ব। যার মধ্যে অন্যতম হলেন ভাইজান সলমন খান (Salman Khan)। তার ছবি মানেই সিনেমা হল হাউসফুল। দীর্ঘ তিন দশক ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছেন একাধিক ব্লকব্লাস্টার ছবি।
বর্তমান দিনের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি। যদিও কেরিয়ারের শুরুর দিকটা এরকম ছিলনা। অনেকেই হয়ত জানেন আবার জানেননা যে, একসময় মুম্বাইয়ের তাজ হোটেলে কাজ করতেন অভিনেতা। তখনও বড় পর্দায় অভিষেক হয়নি তার। এই কাজ করেই জীবনের প্রথম উপার্জন করেছিলেন তিনি।
এমতাবস্থায় আন্দাজ করতে পারেন কি, সেই সময় সলমন ঠিক কত টাকা বেতন পেয়েছিলেন? জেনে অবাক হবেন যে, তখন তাজ হোটেলে নাচার জন্য মাসিক ৭৫ টাকা বেতন পেতেন ভাইজান। এরপর ১৯৮৯ সালে ‘বিবি হো তো অ্যাইসি’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন অভিনেতা।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়ে তিনি বলেন, “সিনেমার পর্দায় আসার আগেও আমি নাচ-গান করতে পছন্দ করতাম। আমার এক বন্ধু তাজ হোটেলে নৃত্য শিল্পী হিসেবে কাজ করতেন। তিনি প্রতি মাসে ৭৫ টাকা বেতন পেতেন। আমার সেই বন্ধুও আমাকে তাজে নাচের পরামর্শ দিয়েছিল। এক বন্ধুর পরামর্শে আমিও তাজ হোটেলে গিয়ে নাচতে লাগলাম।”
অভিনেতার সংযোজন, “তখন থেকেই আমার প্রথম বেতন শুরু হয়। বন্ধুর মতো, আমিও বেতন পেয়েছি মাত্র ৭৫ টাকা। যদিও আমি মজা করার জন্য এসব করতাম। তাজ-এ নাচের পর একটা বিজ্ঞাপনও করতে পেরেছিলাম। ক্যাম্পা কোলার একটি বিজ্ঞাপনে কাজ করেছি। যার বিনিময়ে আমি পেয়েছি ৭৫০ টাকা।”
প্রসঙ্গত, চলতি বছর ২১ এপ্রিল ঈদ উপলক্ষে মুক্তি পাবে ভাইজানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর সম্প্রতি ছবির প্রচারের জন্য এক অনুষ্ঠানে শামিল হয়েছিলেন অভিনেতা। সেখানেই তার প্রথম পারিশ্রমিক সম্পর্কে মুখ খোলেন সলমন। উপস্থিত সকলের সাথে ভাগ করে নেন নিজের জীবনের এই অভিজ্ঞতার কথা।