Bobby Deol

একই নাম দিয়ে দুটো সিনেমা, দুটোর হিরো ‘ববি’, একটিতে কেরিয়ার শুরু আর অন্যটিতে কেরিয়ার ধ্বংস হয় অভিনেতার

বাবা এবং বড় দাদার দেখানো পথে হেঁটেই কেরিয়ার শুরু করেছিলেন বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্রের কনিষ্ঠ পুত্র ববি দেওল (Bobby Deol)। মাত্র ১০ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন ববি। কাজ করেছিলেন শিশু শিল্পী হিসেবে। এরপর বেশ কিছুটা সময় আর বলিপাড়ায় দেখা মেলেনি তাঁর।

১৯৫৫ সালে অভিনেতা হিসেবে বলিজগতে আত্মপ্রকাশ করেন তিনি। রাজকুমার সন্তোষীর পরিচালনায় মুক্তি পায় ‘বরসাত’ ছবি। ববি দেওয়ালের বিপরীতে অভিনয় করতে দেখা যায় টুইঙ্কল খান্নাকে। এই ছবির হাত ধরেই আসে সাফল্য। ভেবেছিলেন আর কখনই হয়ত পেছনে ফিরে তাঁকাতে হবে না তাঁকে। কিন্তু মোটেই সহায় দিলনা ভাগ্য।

‘বরসাত’ ছবিতে কাজ করার পরেই একের পর এক ছবির অফার আসতে থাকে তাঁর কাছে। ‘গুপ্ত’, ‘সোলজার’ , ‘বিচ্ছু’-র মত একের পর এক হিট ছবি তিনি উপহার দেন দর্শকদের। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও হঠাৎ করে বদলে যায় সবকিছু। থমকে যায় কেরিয়ার। একই নামের ছবিতে কাজ করতে গিয়েই নেমে আসে বিপর্যয়।

২০০৫ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘বরসাত’ ছবি। ববির বিপরীতে এই ছবিতে দেখা যায় প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং বিপাশা বসুকে। পরিচালনার দায়িত্বে ছিলেন সুনীল দর্শন। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। এরপর বহু ছবিতে অভিনয় করেও আসেনি সাফল্য। একপ্রকার বলতে গেলে এই ছবিতে কাজ করার পরেই কেরিয়ারে ফুলস্টপ পরে যায় ববি দেওয়ালের।

বিনোদন,বলিউড,ববি দেওল,অক্ষয় কুমার,Entertainment,Bollywood,Bolly Deol,Akshay Kumar

যদিও এই ছবির প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল অক্ষয় কুমারকে। চিত্রনাট্য পছন্দও ছিল অভিনেতার। রাজিও হয়ে গেছিলেন পরিচালকের কথায়। এমনকি হয়ে গেছিল একটি গানের শুটিং। কিন্তু হঠাৎ করেই অভিনয় থেকে সরে যান অক্ষয়। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, অন্য ছবির কাজে নাকি ব্যস্ত আছেন তিনি।

 

যদিও বলিপাড়ায় কান পাতলে শোনা যায় অন্য খবর। অভিনেতার স্ত্রী টুইঙ্কল নাকি পছন্দ করতেন না প্রিয়াঙ্কাকে। স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয়েছিল অশান্তি। আর সেকারণেই এই ছবির কাজ করতে চাননি অক্ষয়। পরবর্তীতে প্রস্তাব যায় ববির কাছে। আর এই ছবি বদলে দেয় অভিনেতার ভাগ্য।

Avatar

Additiya

X