বাবা, মা এবং বড় দাদার দেখানো পথে হেঁটেই এবার নিজের কেরিয়ার তৈরি করতে চলেছেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তী (Namashi Chakraborty)। খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ছবি ‘‘ব্যাড বয়’ (Bad Boy)। আপাতত ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত তিনি।
ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নমশি। বর্তমানে তিনি ব্যস্ত ছবির প্রচারের কাজে। আর সে কারণেই বহু সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে হচ্ছে। এমনই এক সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের বিষয়ে বেশ কিছু কথা জানালেন মিঠুন পুত্র। শোনালেন অভিনেতা হয়ে ওঠার সফরের গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুন পুত্র জানান, ‘এই ছবি যদি আপনাদের ভালো লাগে তার সম্পূর্ণ ক্রেডিট যাবে পরিচালক রাজকুমার সন্তোষীর কাছে। কারণ তিনি আমাকে অভিনয় শিখিয়েছেন। তিনি অভিনয় করতেন আর আমি তাকে নকল করতাম। তাই পুরো কৃতিত্বটাই দিতে হবে তাকে’।
তিনি আরও বলেন, ‘আমি যে অভিনেতা হবো সে কথা অনেক আগে থেকেই ঠিক ছিল। আমার মা বলেন, আমার যখন জন্ম হয়েছিল তখন নাকি হাসপাতালের নার্স আমার মাকে বলেছিলেন অভিনেতা হয়েছে। আসলে সবটাই ভাগ্যের উপর নির্ভর করে। আমার ভাগ্যে অনেক আগে থেকেই লেখা ছিল আমি অভিনেতা হব’। এছাড়া বাবাকে নিয়েও অনেক প্রশংসা করেছেন নমশি। তার কথায়, মিঠুন চক্রবর্তী একজন যোদ্ধা। তিনি তার বাবাকে যোদ্ধা হিসাবেই দেখেন।
উল্লেখ্য, চলতি মাসের ২৮ তারিখ বক্স অফিসে মুক্তি পেতে চলেছে নমশি অভিনীত ছবি ‘ব্যাড বয়’। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অঞ্জুম কুরেশি এবং সাজিদ কুরেশি। মিঠুন পুত্রের বিপরীতে দেখা যাবে আমরিনকে। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জনি লিভার, রাজপাল যাদব, দর্শন জরিওয়ালা, শ্বাশত চট্টোপাধ্যায় প্রমুখকে।