গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বুকে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Award)। সেখানে মোট ৬ টি বিভাগে মনোনীত ছিল বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ‘কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। যদিও পুরস্কার কিন্তু ঘরে ঢোকেনি। সেরা অভিনেতা হিসেবে অনুপম খেরের (Anupam Kher) নাম মনোনীত থাকলেও, পুরস্কার গেছে রাজকুমার রাও-র হাতে।
নেটিজেনদের ধারণা, এর আগে বিবেক অগ্নিহোত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অস্বীকার করার কারণেই এমনটা ঘটেছে। ‘কাশ্মীর ফাইলস’ পরিচালক বলেছিলেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নাকি ‘অনৈতিক এবং সিনেমা বিরোধী পুরস্কার’। অনেকের ধারণা, এই কারণেই অনুপম খেরের মত একজন অভিনেতাকে মনোনীত করেও পুরস্কার দেননি নির্মাতারা।
এই ঘটনার পরেই শুক্রবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অনুুপম খের। তিনি লিখেছেঝ, ‘সম্মান ভীষণই গুরুত্বপূর্ণ পুরস্কার, এটা সস্তা লোকজনের থেকে আশাও করবেন না।’ হ্যাশট্যাগে অনুপম ‘দ্যা কাশ্মীর ফাইলস’-র নাম রেখেছেন। অভিনেতা যে কেন এই ধরনের পোস্ট করেছেন তা আর বুঝতে বাকি থাকে না কারোরই।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘দ্যা কাশ্মীর ফাইলস’ সেরা চলচ্চিত্র, সেরা চিত্রনাট্য, সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ মোট ৬টি বিভাগে মনোনীত হয়েছিল। পার্শ্ব চরিত্র হিসেবে নাম ছিল মিঠুন চক্রবর্তী এবং দর্শন কুমারের। তবে কোনো পুরস্কারই আসেনি ‘কাশ্মীর ফাইলস’র ঝুলিতে। এদিকে সেরা নায়িকার নির্বাচিত হয়েছেন আলিয়া ভাট, সৌজন্যে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’।
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সঞ্জয়লীলা বানশালি। সেরা ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। বলে রাখি ‘ফিল্ম ফেয়ার’ অনুষ্ঠানের আগে বিবেক অগ্নিহোত্রী লিখেছিলেন,’বলিউডের একটি দুর্নীতিগ্রস্ত, অনৈতিক এবং ছদ্মবেশী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার প্রতিবাদ এবং অসন্তোষ হিসাবে, আমি এই জাতীয় পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি এমন কোনও নিপীড়নমূলক এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা বা পুরস্কারের অংশ হতে চাই না। যা লেখক, পরিচালক এবং অন্যান্য এইচওডি এবং একটি চলচ্চিত্রের ক্রু সদস্যদের সঙ্গে নিকৃষ্ট ব্যবহার করে/অথবা তারকাদের দাস মনে করে।’