জীবনে এগিয়ে চলার মূলমন্ত্র হল শিক্ষা। যে কোনো মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার শিক্ষা। যে মানুষ যত শিক্ষিত সেই মানুষের গুরুত্ব ততবেশি। তাই তো গুরুজনেরা বলেন, পৃথিবীর প্রতিটা মানুষেরই শিক্ষিত হওয়ার প্রয়োজন। তবেই ঠিক-ভুল বিচার করার ক্ষমতা তৈরি হবে মানুষের মধ্যে, এবং এগিয়ে চলবে আমাদের সমাজ।
শিক্ষার কথা যখন উঠলোই তখন তারকাদের শিক্ষাগত যোগ্যতা (Qualification) নিয়েও মানুষের কম আগ্রহ থাকেনা। টিনসেল নগরীর এমনই এক তারকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলা হবে আজকের প্রতিবেদনে। আর এই তারকা আর কেউ নয়, বরং বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)।
ঐশ্বর্যর সৌন্দর্য নিয়ে কোনো কথা বলার ক্ষমতা তো কারোরই নেই। তবে তার পড়াশোনার দৌড় কতদূর সেটা জেনে নিই চলুন। উল্লেখ্য, ১৯৭৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই নায়িকা। স্কুলিং শেষ করার পর উচ্চশিক্ষার জন্য তিনি এসেছিলেন মুম্বাইতে। এখানেই জয় হিন্দ কলেজে ভর্তি হন।
এখানকার পড়াশোনা শেষ করার পর তিনি মুম্বাইয়ের ডিজি রূপারেল কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কর্মাস-এ ভর্তি হয়েছিলেন। তখন থেকেই মডেলিং-র প্রতি ঝোঁক বাড়ে তার। এবং পড়াশোনার সাথে সাথেই শুরু হয় মডেলিং ও অভিনয়। এই জন্য কলেজ ছাড়তে হয়েছিল তাকে।
জানা যায়, পরিস্থিতির চাপে পড়ে পড়াশোনা ছাড়তে হলেও বইপত্তর তাকে বরাবরই টানতো। এবং তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল প্রাণীবিদ্যা। এই কারণেই তিনি মেডিসিন নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু মডেলিং এবং অভিনয়ের কথা ভেবেই তাকে পড়াশোনায় ইতি টানতে হয়।
তবে তার সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিলনা তার প্রমাণ আজকের ঐশ্বর্য। তার এই স্টারডমের ধারেকাছেও ঘেঁষতে পারবেনা আজকের নবগতারা। দেশবিদেশের যে কোনো অনুষ্ঠানেই দেখা যায় নায়িকার উজ্জ্বল উপস্থিতি। এখন তো বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করছেন তিনি। তাকে সর্বশেষ দেখা গেছে ‘পোন্নিয়ান সেলভান’ ছবিতে। এইবছর ছবির দ্বিতীয় পর্বে দেখা যাবে তাকে।