টিনসেল নগরীর একটা বড় নাম হল শাহিদ কাপুর (Shahid Kapoor)। সদ্যই ওটিটি-তে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা। আমাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘ফারজি’তে (Farzi) তার দূর্দান্ত অভিনয় দেখে বাকরুদ্ধ হয়ে গেছে মানুষ। তবে অনেকেই হয়তো জানেন না যে, অতীতে শাহিদের কাছে এমন কিছু আইকনিক ছবির অফার ছিল যা তিনি হেলায় হারিয়েছেন।
শুধু হারিয়েছেন বললে হয়ত ভুল বলা হবে, কারণ শাহিদ নিজে এইসব প্রোজেক্টকে না বলেছিলেন। আজকের প্রতিবেদনে সেইসব কাল্ট ক্লাসিক মুভির কথাই বলব আপনাদের, যেগুলি হ্যাঁ করলে শাহিদের কেরিয়ার হয়ত আরো দ্বিগুন উপরে উঠতে পারত।
অতীতের একটি সাক্ষাৎকারে এই বিষয়ে শাহিদ নিজেই মুখ খুলেছিলেন। তিনি দুটি ছবির কথা বলেছিলেন যা তিনি করতে পারেননি। তারমধ্যে একটি হল ‘রঙ দে বাসন্তী’। অভিনেতা জানান, ‘রঙ দে বাসন্তী বড্ড এমার্জেন্সির মধ্যে এসেছিল। ঐ সময় দু তিনটে ছবির জন্য চুক্তিবদ্ধ ছিলাম আমি। তাই করতে পারিনি।’
অভিনেতার আরো বলেছিলেন যে, ছবির চিত্রনাট্য তার ভিষণ পছন্দ হয়েছিল। কিন্তু একটি ছবির জন্য তিনটি ছবি ছাড়ার কথা ভাবতে পারেননি তিনি। অভিনেতার কথায়, এরপর জোয়া আখতার একটি ছবির অফার নিয়ে আসে তার কাছে। কিন্তু সেই সময় তিনি জানতেননা যে, ঠিক কোন চরিত্রের জন্য তাকে কাস্ট করা হবে। এই ছবিটি ছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’।
রং দে বাসন্তী এবং জিন্দেগি মিলেগি না দোবারা ছাড়াও, শাহিদ কাপুর ‘রাঞ্ঝানা’ এবং ‘রকস্টার’ প্রত্যাখ্যান করেছিলেন। জানা যায়, ব্যস্ততার কারণে ছবিটি করতে পারেননি অভিনেতা। তারপর এই ছবিটি যায় শাহিদ কাপুরের হাতে। তবে শাহিদ কাপুর যে চারটি ছবি প্রত্যাখ্যান করেছিলেন, সেই চারটি ছবিই ব্লকবাস্টার প্রমাণিত হয়েছিল।