Rupam Islam

একলা ঘর বিতর্কে জেরবার রূপম ইসলাম, ‘ওরে ছাগলের দল’, ট্রোলারদের মোক্ষম জবাবে ধুয়ে দিলেন স্ত্রী রূপসা

‘একলা ঘর আমার দেশ’ (Ekla Ghore Amar Desh) এই গানটি ঠিক কতটা পছন্দ করেন তরুণ তরুণীরা সে কথা বলার অপেক্ষা রাখে না। সাধারণত হৃদয় ভাঙ্গার গান হিসেবে পরিচিতি লাভ করেছে রুপম ইসলামের (Rupam Islam) এই গান। অথচ এবার এই গান নিয়ে শুরু হল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন সমালোচকরা। অন্যদিকে পাল্টা জবাব দিতে ছাড়ছেন না রুপম ভক্তরা। আর এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্ট করলেন রূপসা দাশগুপ্ত।

কেন বিতর্ক? 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে একটি পোস্ট। সেখানেই একদিকে রুপম ইসলামের গানের লিরিক্স এবং অন্যদিকে ক্রিস দে বার্গের নট ক্রাইং ওভার ইউর লিরিক্স রাখা। এক জনৈক ব্যক্তি দাবি করেছেন যে, ‘ছোটবেলা থেকে ভাবতাম আমাদের সো কল্ড বং রক সম্রাট রূপম ইসলাম তথা ফসিলের অরিজিন্যাল লিরিক্স হল একলা ঘর। এরকম আরও কত যে গান আছে, বেশির ভাগই কপি করা বোধহয়। ওহ সরি, বঙ্গানুবাদ। আমার গোটা ছোটবেলাটাই মিথ্যে।’ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। আর তারপরেই শুরু বিতর্ক।

আর সেই পোস্ট দেখেই ওই জনৈক ব্যক্তির ওপর রেগে লাল হয়ে গেছেন রূপম ভক্তরা। অনেকেই দিয়েছেন মোক্ষম জবাব। শুরু হয়েছে দুই দলের মধ্যে তরজা। একপক্ষের দাবি এই গান মোটেই অনুপ্রেরণা নয় বরং অনুবাদ। আবার অন্য আর এক দলের মতে এটা কেবলই অনুপ্রাণিত। তবে যাই হোক না কেন রুপম ইসলামের এই গানের বিতর্ক নিয়ে আপাতত সরগরম হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া।

বিনোদন,টলিউড,রুপম ইসলাম,দুর্নিবার সাহা,রূপসা দাশগুপ্ত,সোশ্যাল মিডিয়া,ভাইরাল পোস্ট,Entertainment,Tollywood,Rupam Islam,Durnibar Saha,Rupsa Dasgupta,Social Media,Viral Post

যদিও সংগীতশিল্পীর পাশে দাঁড়িয়েছেন দুর্নিবার সাহা। সামাজিক মাধ্যমে একটি ছবি তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সকাল থেকে কিছু লোক না জেনে পোস্ট করে চলেছেন যে তাদের জীবন বৃথা হয়ে গেল। তাদের জন্যে এই ছবিটা শেয়ার করলাম। গুগলে সব লেখা থাকে না। কাউকে নিয়ে কিছু বক্তব্য রাখার আগে ঠিক তথ্য জেনে নেওয়ার চেষ্টা করুন।’

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সংগীতশিল্পী রুপম ইসলাম। তবে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন তার সহধর্মিনী রূপসা দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘ওরে ছাগলের দল বাঙালিকে ক্রিস দে বার্গের গান চেনাল কে? প্রথম তো সেই ২০০৫ এ এপিটাফ পড়েই জানলি।’

Avatar

Additiya

X