অল্পসময়ের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে স্টার জলসার ‘মেয়েবেলা’ (Meyebela Serial)। অনেকদিন পর মনের মত একটা সিরিয়াল পেয়েছিল বাংলার মহিলারা। এতদিন যারা বাংলা ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, ’মেয়েবেলা’র হাত ধরে তারা আবার ছোট পর্দায় চোখ রাখতে শুরু করেছিলেন।
তাছাড়া রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) ছিলেন এই মেগার বিশেষ আকর্ষণ। বীথিকা মিত্র রূপে ভালো আলোড়ন ফেলেছিলেন এই অভিজ্ঞ অভিনেত্রী। রূপা গঙ্গোপাধ্যায়ের স্টারডমে সিরিয়াল (Bengali Serial) চলছিল রমরমিয়ে। তবে হঠাৎ করেই ছন্দপতন। মেয়েবেলা (Meyebela) ছেড়ে বেরিয়ে গেলেন তিনি।
তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটমহলে যে প্রশ্নটি ক্রমাগত গুঞ্জরিত হচ্ছে তা হল, কেন এই সিদ্ধান্ত নিলেন রূপা গাঙ্গুলী? দর্শকদের কথায় চোখের ইশারা থেকে শুরু করে ফেসিয়াল এক্সপ্রেশন, ইঞ্চিতে ইঞ্চিতে দুরন্ত অভিনয় করছিলেন রূপা। যদিও ইদানীং বীথি চরিত্রটি বড্ড নেগেটিভ শেডের হয়ে যাচ্ছিল।
এই কারণেই কী রূপা ছাড়লেন ‘মেয়েবেলা’ (Rupa Ganguly Leaves Meyebela)? এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, প্রোডাকশন হাউস থেকে রূপাকে সরিয়ে দেওয়া হয়নি। সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত রূপার সম্পূর্ণ নিজস্ব। আর এবার বিষয়টি নিয়ে নিজেই মুখ খুললেন রূপা গাঙ্গুলী।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “ধারাবাহিকে যে অসভ্যতামো দেখানো হচ্ছে তা আমি মানতে পারছিলামনা। আজকের দিনে দাঁড়িয়ে একটা সিরিয়াল কীভাবে এতটা রিগ্রেসিভ হতে পারে?” তবে ধারাবাহিকের শুরুতে যখন অভিনেত্রীর সঙ্গে কথা হয়েছিল, তখন তিনি বীথিকা চরিত্রটি নিয়ে খুব খুশি ছিলেন।
একথা তো সকলেই জানেন যে, যারা নিয়মিত বাংলা ধারাবাহিক দেখেন তারা তো জানেনই, সিরিয়ালের গল্পের চিত্রনাট্য বদলাতে সময় লাগেনা। প্রথমে কলাকুশলীদের যে ধরণের গল্প অফার করা হয়, পরে তা সময়ের সাথে সাথে বদলাতে থাকে। রূপার কথায়, ‘আমি এই ধারাবাহিকটি করতে রাজি হয়েছিলাম তার কারণ, খুব সুন্দর একটা গল্প ছিল। আমাকে যে ক্যারেক্টার ব্রিফ দেওয়া হয়েছিল ওটার সাথে পর্দায় দেখানো ঘটনার কোনো মিল নেই। যে মাত্রায় নোংরামো দেখানো হচ্ছে তাতে বাধ্য হয়েই সিরিয়াল ছেড়ে দিই।” এইদিন অভিনেত্রীর গলায় বিরক্তি স্পষ্টই ঝরে পড়ল।