Kerala Story

নেই কোনো বড় স্টার, চলছে বয়কট বিতর্ক, তবুও রেকর্ড আয় বাঙালী পরিচালকের ‘দ্য কেরালা স্টোরি’র

সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে সুদীপ্ত সেন (Sudipta Sen) পরিচালিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। যদিও মুক্তির আগে দেশজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল এই ছবি নিয়ে। অনেকেরই দাবি ছিল, ভুল বার্তা দেখানো হচ্ছে এই ছবির মধ্য দিয়ে।

এই মামলা আদালত অবধি পৌঁছালেও সুপ্রিম কোর্ট এটির মুক্তির উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। আর তারফলেই ৩২ হাজার মহিলাকে জোর করে ধর্মান্তরিত করিয়ে আইএসআই-এ যোগদান করানোর গল্প এখন প্রেক্ষাগৃহে। ছবিতে ধর্মান্তরকরণ এবং লাভ জিহাদের মতো বিষয় দেখিয়ে কেরালাকে এককথায় সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ।

এইধরনের নানা বিতর্কের আবহের মধ্যেই দেশজুড়ে গতকাল অর্থাৎ ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর মৃত্যুর প্রথম দিনেই রেকর্ড ব্যবসা গড়েছে ছবিটি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে সেরা পাঁচের একটি হয়ে উঠেছে এই আদা শর্মার ছবি।

প্রসঙ্গত উল্লেখ্য, ছবিতে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানির মতো প্রসিদ্ধ অভিনেত্রীরা। ছবি মুক্তির পর ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লিখেছেন,’The Kerala Story স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিয়েছে বলা যেতে পারে। ছবির শুরুতেই অন্ততঃ নিজেকে প্রমাণ করেছে।’

এরপর পরিসংখ্যানও উল্লেখ করেছেন তিনি। তিনি আরো লিখেছেন, ‘সন্ধ্যা আর রাতের কালেকশন তার সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী। প্রথমদিনের আয় অন্ততঃ ইন্ডাস্ট্রির চোখ খুলে দিয়েছে বলা যেতেই পারে। তাই সপ্তাহান্তে তা আরও বাড়বে এ ব্যাপারে নিশ্চিত। শুক্রবারের আয় ৮.০৩ কোটি।’

বলিউড,Bollywood,সুদীপ্ত সেন,Sudipta Sen,দ্য কেরালা স্টোরি,The Kerala Story,বক্স অফিস সংগ্রহ,Box Office Collection,গসিপ,বিনোদন,আদা শর্মা,রেকর্ড,Gossip,Entertainment,Record,Adah Sharma

তবে এটাই প্রথম নয়, এর আগেও বিবেক অগ্নিহোত্রীর ‘কাশ্মীর ফাইলস’ মুক্তির সময়ও একই রকমের পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশজুড়ে। যদিও কোনো বাধাই ‘কাশ্মীর ফাইলস’কে আটকাতে পারেনি। তবে ‘কেরালা স্টোরি’ সেই রেকর্ডও ভেঙে ফেলেছে। এবং শনিবারের পর রবিবার এই পরিসংখ্যান আরো বাড়বে।

Avatar

Moumita

X