The Kerala Story

বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’, নিষিদ্ধ হয়েছে বাংলায়, এই ছবির পরিচালক কিন্তু বাঙালী, চেনেন তাঁকে?

বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছে একটি নাম। আর সেটি হল ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। চলতি মাসের ৫ তারিখ বক্স অফিসে মুক্তি পেয়েছে এই ছবি। আর তারপর থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। সিনে জগৎ থেকে শুরু করে রাজনৈতিক মহল সর্বত্রই চলছে এই ছবি নিয়ে চর্চা। তামিলনাড়ুর পর এবার বাংলাতেও নিষিদ্ধ করা হয়েছে এই ছবি।

তবে জানেন কি ছবির পরিচালক সুদীপ্ত সেন একজন বঙ্গ সন্তান। অথচ তাঁর ছবি চললনা এ বাংলায়। যা নিয়ে মিডিয়া তথা সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান গুঞ্জন। এই ছবির ট্রেলার দেখেই অনেকে অভ্যাস পেয়ে গেছিলেন মূল গল্পের। অনেকেই আবার ছবি মুক্তি হওয়ার পরে পরেই তা দেখেও ফেলেছেন। সত্য ঘটনা অবলম্বনে এই ছবি লিখেছেন পরিচালক সুদীপ্ত সেন।

আর ছবি মুক্তি পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে তার জয়জয়কার। পরিচালকের সাহসের প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে জানেন কি কে এই সুদীপ্ত সেন? তাঁর আসল পরিচয়টাই বা কি? কেনই বা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হলো এই ছবি? আজকের এই প্রতিবেদনে উত্তর দেব এই সমস্ত প্রশ্নের।

বিনোদন,বলিউড,দ্য কেরালা স্টোরি,সুদীপ্ত সেন,আদা শর্মা,Entertainment,Bollywood,The Kerala Story,Sudipta Sen,Adah Sharma

বলিউড জগতে নামি পরিচালক হিসেবেই পরিচিত সুদীপ্ত সেন। ২০০৬ সালে বলি জগতে পা রাখেন তিনি। তাঁর প্রথম পরিচালিত ছবি ‘ দ্যা লাস্ট মঙ্ক’। এই ছবিতেও সত্য ঘটনা তুলে ধরেছিলেন পরিচালক। কিভাবে একজন মহিলা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সন্ন্যাসের জীবন বেছে নিলেন সেই গল্পই ফুটে উঠেছিল এই ছবিতে।

এরপর তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ছবি। বরাবরই স্বতন্ত্র প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে ভালোবাসেন সুদীপ্ত সেন। তবে বলার অপেক্ষা রাখে না যে, ‘দ্য ক্যারালা স্টোরি’ রাতারাতি তাঁকে পৌঁছে দিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী আদা শর্মাকে। শোনা যাচ্ছে, বাংলা এই ছবি কেন নিষিদ্ধ করা হলো সেই উত্তর পেতে খুব শীঘ্রই আইনের দ্বারস্থ হতে চলেছেন সুদীপ্ত সেন।

Avatar

Additiya

X