২০২২ সালটা মোটেই ভালো ছিল না বলিউডের (Bollywood) জন্য। তবে নতুন বছরের শুরু থেকেই বদলে গিয়েছে চিত্রটা। ‘পাঠান’ এর হাত ধরে ফের আয়ের মুখ দেখেছে বলিউড। ইতিমধ্যেই একগুচ্ছ ছবি বড় পর্দায় মুক্তি পেয়ে গেছে। তারমধ্যে বেশ কিছু ছবি ভালো ব্যবসা করলেও বেশিরভাগটাই ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। তবে এখানেই শেষ নয়। চলতি বছর মুক্তি পেতে চলেছে একগুচ্ছ মেগা বাজেটের ছবি। জানুন তালিকায় রয়েছে কোন কোন নাম।
আদিপুরুষ : এই তালিকায় প্রথমেই যে নামটি উঠে আসছে সেটি হল কৃতি শ্যানন এবং দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত ছবি ‘আদিপুরুষ’। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওম রাউত। জানা যাচ্ছে, ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই ছবি। প্রভাস কৃতি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সইফ আলি খান এবং সানি সিংকে।
গণপত ২ : তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গণপত ২’ এর নাম। এই ছবির জন্য প্রায় ৩৫০ কোটি টাকা খরচ করেছেন নির্মাতারা। চলতি বছরেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই ছবি।
ব্রহ্মাস্ত্র ২ : আলিয়া ভাট এবং রণবীর কাপুর অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বেশ ভালই সাড়া ফেলেছিল বক্স অফিসে। আর এবার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব। জানা যাচ্ছে, ৩০০ কোটি টাকা খরচ করে এই ছবি তৈরি করেছেন নির্মাতারা।
ফাইটার : এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। ২৫০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ‘ফাইটার’ ছবির প্রেক্ষাপট।
ওয়ার ২ : হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ছবি ‘ওয়ার’ ধামাকাদার ব্যবসা করেছিল বক্স অফিসে। আর এবার আসছে এই ছবির দ্বিতীয় অংশ। জানা যাচ্ছে, ছবি তৈরি করতে প্রায় ২৭০ কোটি টাকা খরচ করে ফেলেছেন নির্মাতারা।
সিংহম এগেইন : চলতি বছরেই বক্স অফিসে আসছে রোহিত শেঠি পরিচালিত ছবি ‘সিংহম এগেইন’। ২০০ কোটি টাকা ব্যয়ে এই ছবি তৈরি করেছেন নির্মাতারা।
টাইগার ৩ : ২০০ কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে সলমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘টাইগার ৩’।
বাড়ে মিঞা ছোট মিঞা : আসছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ছবি বাড়ে মিঞা ছোট মিঞা। প্রায় ১৮০ কোটি টাকা খরচ করে এই ছবি তৈরি করেছেন নির্মাতারা।