দীর্ঘ ৩ দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। অনেকে তো আবার এটাও বলে থাকেন যে, এককালে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) একাই ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছেন। সুযোগ ছিল বলিউডে কেরিয়ার গড়ার। সলমন খানের বিগ ব্রেক মুভি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র অফার সর্বপ্রথম এসেছিল বুম্বাদার। যদিও সেই সময় ছবিটি করতে চাননি তিনি। চেয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রকেই সমৃদ্ধ করতে।
তবে এবার বোধহয় মন বদলেছে। টলিউডকে তো অনেক দিলেন, তাই এবার বোধহয় বলিউডের (Bollywood) দিকে ঝুঁকছেন অভিনেতা। আর সত্যি বলতে বুম্বাদার অভিনয় দক্ষতা বা অভিজ্ঞতার উপর প্রশ্ন তোলার ক্ষমতা কঠোর সমালোচকদেরও নেই। তাই বি টাউন থেকে অফারও পাচ্ছেন ঝপাঝপ। যেমন, সদ্যই অভিনয় করেছেন ‘জুবিলী’তে।
কেরিয়ারের প্রথম হিন্দি ওয়েব সিরিজ় ‘জুবিলি’র পর এখন জাতীয় স্তরে রীতিমতো চর্চায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর এবার খবর মিলেছে, এই সিরিজের রেশ কাটতে না কাটতেই নাকি নতুন হিন্দি ওয়েব সিরিজে কাজ শুরু করছেন বুম্বাদা। সামনে চলে এল মুক্তির দিনক্ষণ। এমনকি সিরিজের ফার্স্ট লুক-ও চলে এল ভক্তদের সামনে।
সিনে দুনিয়ার খবর, হনসল মেহতার তৈরি এবং পরিচালিত এই সিরিজ়ের নাম ‘স্কুপ’। এখানে একজন দুঁদে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের চরিত্রে দেখা যাবে বুম্বাদাকে। যদিও সিরিজটির খবর মিলেছিল গতবছরই, তবে তখনও স্টারকাস্ট সামনে আনেননি পরিচালক। তবে এবার আর রাখঢাক না রেখে সবকিছু বাইরে চলেই এল।
সূত্রের খবর, সাংবাদিক জিগনা ভোরার আত্মজীবনী ‘বিহাইন্ড দ্য বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ় ইন প্রিজ়ন’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ়। এখানে প্রসেনজিৎ-র ফার্স্ট লুক-ও বেশ আকর্ষণীয়। একগাল দাড়ি, সঙ্গে রিমলেস চশমায় ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন সাংবাদিক প্রসেনজিৎ-কে দেখলেই সমীহ জাগে মনে। জানা গেছে আগামী মাসের প্রথম দিকেই নেটফ্লিক্স থেকে রিলিজ করবে সিরিজটি।
https://www.instagram.com/reel/CsF4ZhgrqSO/?utm_source=ig_web_copy_link&igshid=MTIyMzRjYmRlZg==
সিরিজের গল্প খানিকটা এরকম, একটি বড়সড় ঘটনার খবর করতে গিয়ে অন্ধকার জগতের মধ্যে জড়িয়ে পড়ে সাংবাদিক জাগ্রুতি পাঠক। ঘটনাচক্রে সহকর্মী জয়দেব সেনের খুনের সাথে জড়িয়ে পড়ে তার নাম। এই নিয়েই এগোবে গল্প। উল্লেখ্য, এখানে প্রসেনজিৎ-র সাথে অভিনয় করেছেন করিশ্মা তন্না। এছাড়াও মহম্মদ জ়িশান আইয়ুব এবং হরমন বাওয়েজার মত তারকাও অভিনয় করেছেন এই সিরিজে।