Hybrid Scooter

মার্কেট কাঁপাতে বাজারে এলো ভারতের প্রথম Hybrid Scooter, ব্যাটারির সাথে পেট্রোলেও চলবে গাড়ি

জ্বালানির (Petrol) আঁচে নাভিশ্বাস উঠছে আমজনতার। আর সে কারণেই অনেকেই ঝুঁকছেন ব্যাটারি গাড়ির দিকে। সাধারণ মানুষের চাহিদা বুঝে গাড়ি নির্মাতারা তৈরি করে চলেছেন একের পর এক গাড়ি। একটা সময় কেবলমাত্র ব্যাটারি চালিত (Electric) স্কুটার (Scooty) মিলছিল বাজারে। তবে বর্তমানে এসে গেছে চারচাকাও (Car)।

দিন যত এগোচ্ছে ততই বাড়ছে ব্যাটারি গাড়ির চাহিদা। তবে এই গাড়ি ব্যবহার করলে মাঝেমধ্যেই দেখা দিচ্ছে একটি সমস্যা। আসলে একবার চার্জ করলে খুব কম দূরত্ব অবধি যাওয়া যায় ব্যাটারি চালিত গাড়িতে। তাই অনেকেই ব্যাটারি গাড়ি কিনবেন ভেবেও আবার পিছিয়ে আসছেন। তবে আর চিন্তা নেই। এই সমস্যার সমাধান করতে এবার এগিয়ে এলো হিরো।

জানা যাচ্ছে, দেশের মধ্যে প্রথমবার হাইব্রিড স্কুটার নিয়ে আসছে হিরো। কেবলমাত্র ব্যাটারি নয়। পেট্রোলেও চলবে এই গাড়ি। খুব শীঘ্রই এই স্কুটার লঞ্চ হতে চলেছে আমাদের দেশে। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এহেন চিন্তাভাবনা করেছেন নির্মাতারা।

বৈদ্যুতিক স্কুটার,হিরো,হোন্ডা,ওলা,Electric Scooty,Hero,Honda,Ola

জানা যাচ্ছে, এই স্কুটারে পাওয়া যাবে ১২৪ cc – এর একটি শক্তিশালী ইঞ্জিন। পেয়ে যাবেন ৮ কিলোওয়াট এর থাই ম্যাগনেট এসি মোটর। ১০০ kmph গতিতে ছুটবে এই গাড়ি। হিরো সংস্থার পক্ষ থেকে এই গাড়ির নাম দেওয়া হয়েছে Leap Hybrid SES। এছাড়াও এতে পেয়ে যাবেন ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ওডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, স্ট্যান্ড এলার্ম, লো ব্যাটারি ইন্ডিকেটর, অ্যান্টি থেফট অ্যালার্ম এর মতন নানান সুবিধা।

একটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার মধ্যেই রাখা হবে এর দাম। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। অনেকেরই মতে, এই গাড়ি ভারতের লঞ্চ হলে তা খুব সহজেই টেক্কা দিতে পারবে হণ্ডা এবং ওলার মতো বৈদ্যুতিক স্কুটার গুলিতে।

Avatar

Additiya

X