The Kerala Story

যত বিতর্ক তত আয়, নতুন রেকর্ড গড়ল ‘দ্য কেরালা স্টোরি’, দ্বিতীয় সপ্তাহে কত কোটি আয় হল বাঙালী পরিচালকের ছবির?

সারা দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুদীপ্ত সেন পরিচালিত এবং অদা শর্মা (Adah Sharma) অভিনীত এই ছবিকে। যদিও এত কিছুর পরেও সেভাবে প্রভাবিত হয়নি বক্স অফিস কালেকশন। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি।

মাত্র ১০ দিনেই প্রায় ১৩৬ কোটি টাকা আয় করে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’। চলতি মাসের ৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। তারপর থেকেই ভাঙছে একের পর এক রেকর্ড। ১৪ ই মে অর্থাৎ রবিবার এই ছবিটি গোটা দেশ জুড়ে আয় করেছে ২৩ কোটি টাকা। একদিনে সর্বোচ্চ আয় করে রেকর্ড গড়ে ফেলল এই ছবি।

প্রথম সপ্তাহে ৮১.১৪ কোটি টাকা আয় করেছিল অদা শর্মার দ্য কেরালা স্টোরি। দ্বিতীয় সপ্তাহে সেই অংকটা গিয়ে পৌঁছায় ৫৫.৬০ কোটি টাকায়। খুব শীঘ্রই ১৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যেতে পারে এই ছবি। এমনকি গত সপ্তাহে বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইটারে দাবি করেছিলেন ২৫০ কোটির লক্ষ্য রেখে এগিয়ে চলা খুব বেশি কঠিন হবে না এই ছবির জন্য।

সোমবার ফের একবার টুইট করলেন বক্স অফিস বিশেষজ্ঞ। তিনি লেখেন , ‘দ্বিতীয় সপ্তাহে ৫০ কোটি পেরিয়ে গেল দ্য কেরালা স্টোরি। খুব শীঘ্রই পেরিয়ে যাবে ১৫০ কোটির গণ্ডি। শুক্রবার এই ছবি আয় করেছিল ১২.৩৫ কোটি টাকা। শনিবার ১৯.৫০ কোটি। এবং রবিবার ২৩.৭৫ কোটি টাকা আয় করল এই ছবি। এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে ১৩৬.৭৪ কোটি টাকার ব্যবসা করেছে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি’।

বক্স অফিসে যতই ঝড়ো ব্যাটিং চালাক না কেন। বিতর্ক কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না ‘দ্য কেরালা স্টোরি’র। বিজেপি শাসিত রাজ্য গুলিতে এই ছবি ট্যাক্স ফ্রি ঘোষণা করা হলেও দেশের বেশ কিছু রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে এই ছবি। এমনকি পশ্চিমবঙ্গেও এই ছবি নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Avatar

Additiya

X