The Kerala Story

ভারতীয় বংশোদ্ভুত প্রধানমন্ত্রী, তবুও এই বিশেষ কারণের জন্য ব্রিটেনে বাতিল ‘দ্য কেরালা স্টোরি’র একের পর এক শো!

বহু বিতর্কের মধ্যেই বক্স অফিসে (Box Office) ব্যপক সাফল্য দেখাচ্ছে “দ্য কেরালা স্টোরি” (The Kerala Story)। বাস্তব ঘটনার ওপর নির্মিত ছবিটিকে ঘিরে বেশ আলোড়ন পড়ে গিয়েছে দেশের অন্দরে। শত বিতর্কের (Controversy) মধ্যেও ছবিটি দারুণ চলছে। আর মাত্র ৯ দিনেই ১০০ কোটির গন্ডি পেরিয়ে গিয়েছে ছবিটি।

ছবিটি নিয়ে কম বিতর্ক হচ্ছে না। বিশেষ করে পশ্চিমবঙ্গের মমতা সরকার যেভাবে অনৈতিক উপায়ে ছবিটিকে ব্যান করেছেন তা নিয়েও কম আলোচনা হয়নি। কেরালা স্টোরি নামক সিনেমাটি যেভাবে কেরালায় ঘটে যাওয়া ধর্মান্তকরনের সত্যকে উন্মোচিত করেছে তা দেশের একাংশ মানুষের পছন্দ হয়নি।

এদিকে মাত্র ৯ দিনই ১০০ কোটির গন্ডি পার করে সুদীপ্ত সেনের সিনেমাটি রেকর্ড গড়েছে। ছবিটি ভারতের সাথে সাথে মুক্তি পায় আমেরিকা, কানাডা, ব্রিটেনেও। সেখানেও নানান সিনেমাহলে ব্যপক আলোড়ন পড়ে এই নিয়ে। ব্রিটেনে বিরাট আকারে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে যায়।

ব্রিটেনে প্রথম যেকয়টি শো বের হয় তার প্রতিটিই হাউসফুল হয়ে ওঠে। কিন্তু তখনই হঠাৎ বাতিল করে দেওয়া হলো সমস্ত শো। ৩১ টি সিনেমা হলে মুক্তি পায় কিন্তু অগ্রিম বুকিং শুরুর পর আচমকা শো বাতিল করায় বেশ দুঃখপ্রকাশ করেছে বিভিন্ন মাল্টিপ্লেক্স চেন। এই ছবির প্রদর্শন বাতিলের কারণ জানিয়েছে সে দেশে এই ছবির পরিবেশক টোয়েন্টিফোর সেভেন ফ্লিক্সফরইউ।

টোয়েন্টিফোর সেভেন ফ্লিক্সফরইউ জানায় যে, ছবিটি ব্রিটেনে তত দিন মুক্তি পাবে না, যত দিন না বিবিএফসি অর্থাৎ ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন ছবিটিকে ছাড়পত্র দিচ্ছে। সেজন্য এই মুহূর্তে দর্শকদের টাকা ফেরত দিচ্ছে বিভিন্ন হল কর্তৃপক্ষ।

Avatar

Moumita

X