আপাতত অনেকটাই কেটেছে দুশ্চিন্তার কালো মেঘ। করোনাকে জয় করার পর ক্রমশ উন্নতি হচ্ছে ওনার স্বাস্থ্যে। মেডিকেল রিপোর্টও আগের থেকে অনেকটাই ভালো বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। তিনি কথা বলতে পারছেন এখন। সেই সঙ্গে অন্যদেরকে চিনতেও পারছেন বলে জানা গিয়েছে। আপাতত তাঁর জ্বর নেই। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক।