Nana Patekar

বাবার মতোই হয়েছে ছেলে, হিরোর মতো চেহারা হলেও সাদামাটা থাকতে ভালোবাসেন নানা পাটেকরের ছেলে, রইল ছবি

বলিউডের(Bollywood) অন্যতম দাপুটে অভিনেতা নানা পাটেকরের(Nana Patekar) জীবন কাহিনী আজও রহস্যে মোড়া। নিজের দূর্দান্ত অভিনয়ের জেরে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতেছেন তিনি। একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই খ্যাতনামা অভিনেতা পারিন্দা ছবিতে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন।

২০১৩ সালে চলচ্চিত্র শিল্পে তার অবদানের কারণে তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়। অপহরণ ছবিতে খলনায়কের চরিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পান তিনি। বর্তমানে নানা পাটেকর অভিনেতা হওয়ার পাশাপাশি একাধারে লেখক এবং প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নানা পাটেকরের ব্যক্তিগত জীবনের কথা বললে, তার স্ত্রীর নাম নীলকান্তি পাটেকর, যিনি পেশায় এক ব্যাঙ্ক অফিসার। তবে বর্তমানে আইনিভাবে তাদের বিবাহবিচ্ছেদ না হলেও তিনি আর তার স্ত্রীর সাথে থাকেন না। তাদের একটি সন্তানও রয়েছে যার নাম মালহার। আজ এই প্রতিবেদনে আমরা নানা পাটেকরের সাথে সাথে মালহারের কথাও জানবো। প্রসঙ্গত মালহারকে দেখতে অনেকটাই তার বাবার মতো এবং চরিত্রগতভাবেও বাবার মতোই সহজসরল জীবন যাপন করতে পছন্দ করেন। মুম্বাইয়ের সরস্বতী মন্দির হাই স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পর তিনি কমার্স নিয়ে স্নাতক সম্পন্ন করেন।

বাবার দেখাদেখি তিনিও শৈশব থেকেই ঝুঁকে পড়েন চলচ্চিত্রের দিকে‌। মিডিয়া সূত্রে জানা যায়, পরিচালক প্রকাশ ঝা এর ছবিতে কাজ করতে চলেছিলেন মালহা কিন্তু দূর্ভাগবশত সেই সময়ই নানা পাটেকর একটি বিবাদে জড়িয়ে পড়েন প্রকাশ ঝায়ের সাথে। তারপরই প্রকাশ নিজের ছবি থেকে মালহারকে বাদ দেন।

এমতাবস্থায় মালহার রাম গোপাল ভার্মার সাথে সহকারী পরিচালক হিসেবে ২৬/১১ ছবিতে কাজ করা শুরু করেন। নিজের কাজের দক্ষতায় ধীরে ধীরে সাফল্যর আসতে থাকে মালহারের। এবং বর্তমানে তিনি নিজের একটি প্রোডাকশন হাউস খুলেছেন তার নাম দিয়েছেন ‌নানা সাহেব প্রোডাকশন হাউস।

প্রসঙ্গত, মালহার যতটা ঘনিষ্ঠ তার বাবার সাথে ততোধিক ঘনিষ্ঠ তার মায়ের সাথে। বেশিরভাগ সময়টাই তিনি নিজের মায়ের সাথেই কাটান। তবে এটা খুব কম জনই জানে যে, মালহার ছাড়াও নানা পাটেকরের আরেকটি ছেলে ছিলো যে বর্তমানে আর এই পৃথিবীতে নেই। সেই ছেলেকে হারিয়ে বহুদিন গভীরভাবে শোকাহত ছিলেন নানা। তবে দ্বিতীয় পুত্র মালহারের জন্মের পর, তিনি তার হারানো সুখ ফিরে পেয়েছেন।

Papiya Paul

X