Bollywood

কেবল ভারত নয়, বাংলাদেশ ও পাকিস্তানের মার্কেটও কাঁপিয়েছে বলিউডের এই ১০টি ছবি

ভারতীয় ছবি (Indian Film) আজ শুধু ভারতেই নয়, তা বিশ্বের বহুদেশে ছড়িয়ে পড়েছে। পড়শী দেশ গুলোর মধ্যেও ভারতের বিভিন্ন চলচ্চিত্রের ব্যপক প্রভাব পড়েছে। ভারতীয় বিভিন্ন ছবি বাংলাদেশ (Bangladesh) থেকে পাকিস্তানে (Pakistan) বেশ মোটা অংকের রোজগার করেছে। তবে আজ আমরা জানাবো এমন কয়েকটি বলিউড (Bollywood)  ছবি নিয়ে যেগুলো বাংলাদেশেও ব্যপক হিট হয়েছে।

১) ধুম ৩ : আমির খান অভিনীত ছবিটি ২০১৩ সালে মুক্তি পায়। রেকর্ড বক্স অফিস ইনকাম করলেও ছবিটি সমালোচকদের মন জয় করতে ব্যার্থ হয়। তবে পাকিস্তানে কিন্তু বেশ ভালই আয় করে এই ভারতীয় চলচ্চিত্র।
বক্স অফিস কালেকশন: পাকিস্তানে মোট ২৫ কোটি টাকা আয় করে ছবিটি।

২) বজরঙ্গি ভাইজান : এই ছবিটি নিয়ে আলাদাই ঝড় ওঠে সেদেশে। আর হবে নাই বা কেন, সেখানে যে পাকিস্তানের নামও রয়েছে। এছাড়া সালমান খানের বেশ ফ্যান ফলোয়িংও রয়েছে পড়শী ইসলামিক দেশটিতে।
বক্স অফিস কালেকশন : পাকিস্তানে বজরঙ্গি ভাইজানের মোট আয় ২০ কোটি টাকা।

৩) PK : সর্বোচ্চ আয়ের তালিকায় এটি আমির খান অভিনীত দ্বিতীয় সিনেমা। হিন্দু ধর্মকে নিয়ে তামাশা বানানোর জন্য ছবিটি নিয়ে বহু বিতর্কও তৈরি হয় অবশ্য। তবে পাকিস্তানেও দারুণ হয় প্রমাণিত হয় সেটি।
বক্স অফিস কালেকশন: ২২ কোটি টাকা।

৪) দিলবালে : ছবিটি ভারতের পাশাপাশি সুপারহিট হয় বহু দেশেই। আর হবে নাই বা কেন, সেখানে যে স্বয়ং বলি বাদশাহ কিং খান অভিনয় করছেন। একইসাথে এই ছবিতেই দর্শক বহুবছর পর শাহরুখ এবং কাজলের বসেই বিখ্যাত জুটির দেখা পায়। তারই ফল হিসেবে ব্যপক বিখ্যাত হয় ছবিটি।
বক্স অফিস কালেকশন: ২০ কোটি টাকা।

৫) সঞ্জু: সঞ্জয় দত্তের জীবনীর ওপর নির্মিত এই সিনেমা যেমন ভারতে সুপারহিট হয় তেমনই পাকিস্তানের মাটিতেও দারুণ ফল দেখায়।
বক্স অফিস কালেকশন: ৩৭ কোটি টাকা।

এছাড়া এই তালিকায় রয়েছে বাহুবলী, ওয়েলকাম ব্যাক, সুলতান, তামাশার মতো সিনেমা। সেগুলোও বক্স অফিসে ব্যপক আয় করেছে।

Avatar

Moumita

X