বিগত ৪৭ বছর ধরে ভারতীয় ইন্ডাস্ট্রিতে রাজ করে চলেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। তার শিকড় বাংলা থেকে হলেও তিনি মূলত একজন সর্বভারতীয় অভিনেতা। যাকে আজকের ভাষায় প্যান ইন্ডিয়া স্টার বলা হয়। ১৯৭৬ সালে “মৃগয়া” ছবির হাত ধরে ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিস্কো ডান্সার’ (Disco Dancer) সমস্ত রেকর্ড ব্রেক করে দেয়
এমনিতে আট থেকে আশি প্রতিটা ভারতীয়ই এই ছবি বা এই ছবির গানের সঙ্গে পরিচিত। ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ হোক কী ‘জুবি ডুবি’ প্রতিটা গান আজকের দিনে দাঁড়িয়েও সুপারহিট। তবে আমাদের আজকের আলোচ্য বিষয় একেবারেই ভিন্ন। এই ছবি সম্পর্কে এমন এক তথ্য আপনাদের দেব যা শুনে অবাকই হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডের তিন খান, সালমান খান, শাহরুখ খান এবং আমির খানকে এখনও বক্স অফিস হিট মেশিন হিসাবে বিবেচনা করা হয়। এই তিনজনের ঝুলিতে এমন বেশকিছু ছবি আছে যা ১০০ কোটির বেশি আয় করেছে। তবে জেনে অবাক হবেন যে এদের কেউই প্রথম ১০০ কোটির ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দেয়নি।
এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই তিনজনের একজনও যদি বক্স অফিসকে প্রথম ১০০ কোটির ব্যবসা না দিয়েছেন তাহলে কে দিয়েছে? জেনে অবাক হবেন যে আজ থেকে তিন দশক আগেই মিঠুন চক্রবর্তী এই রেকর্ড নিজের নামে নিয়ে নিয়েছেন। বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করা প্রথম ছবি ছিল ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিস্কো ডান্সার’।
ছবিতে মিঠুন চক্রবর্তীর জামাকাপড় থেকে শুরু করে তার স্টাইল সবটাই দারুন প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। বিশেষ করে মহিলাদের মধ্যে বিশেষ জায়গা দখল করে নিয়েছেন তিনি। তিনি পর্দায় আসা মাত্রই হার্টবিট বেড়ে যেত মহিলাদের মধ্যে। সবথেকে অবাক করা বিষয় হল, ছবিটি রেকর্ড ব্যবসা করেছিল রাশিয়াতে।
কেবলমাত্র রাশিয়াতেই ৯০ কোটির ব্যবসা করেছিল ছবিটি। ‘ডিসকো ডান্সার’-র পর এই ‘১০০ কোটি’র মুকুট পেতে হিন্দি সিনেমাকে প্রায় ১২ বছর অপেক্ষা করতে হয়েছিল। এরপর ১৯৯৪ সালে একটি চলচ্চিত্রটি আসে যা পরবর্তী অনেক প্রজন্মের জন্য একটি মাইলফলক স্থাপন করে। এই ছবিটি ছিল রাজশ্রী প্রোডাকশনের ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’। এটি ভারতের দ্বিতীয় ১০০ কোটি আয়ের চলচ্চিত্র।