স্টারকিডরা (Starkid) তো সফল হবেই, কারণ তাদের মাথায় সবসময় একজন গড ফাদারের হাত রয়েছে, এমনটাই ধারণা পোষণ করে থাকে আম জনতা। বলিউডে (Bollywood) তো একাধিকবার নেপোটিজমের (Nepotism) অভিযোগ আনা হয়েছে। অভিযোগ এনেছে খোদ বলিপাড়ার তারকারাই। তবে কিছু ক্ষেত্রে নেপোটিজম থাকলেও অনেক স্টারকিড সময়ের সাথে সাথে নিজের যোগ্যতাও প্রমাণ করেছেন পাশাপাশি ছাপিয়ে গেছেন নিজের বাবা মায়ের জনপ্রিয়তাকেও।
সানি দেওল (Sunny Deol) : বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা হলেন সানি দেওল। তার বাবা ধর্মেন্দ্র ছিলেন বি টাউনের অন্যতম বড় সুপারস্টার। তবে জনপ্রিয়তার দিক দিয়ে ধর্মেন্দ্রকে টপকে গেছিলেন সানি দেওল। বেতাব (Betaab), ইয়ামলা পাগলা দিওয়ানা (Yamla Pagla Deewana), গদর (Gadar), ইন্ডিয়ান (Indian)-র মত ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি।
শাহিদ কাপুর (Shahid Kapoor) : বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন শাহিদ কাপুর। শাহিদের বাবা পঙ্কজ কাপুরও বেশ জনপ্রিয় মুখ। তবে এখনকার দিনে দাঁড়িয়ে বাবা পঙ্কজের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছেন তিনি।
হৃতিক রোশন (Hrithik Roshan) : বি টাউনের গ্রিক গড ‘হৃতিক রোশন’। বাবা রাকেশ রোশনকে টক্কর দিয়ে নিজের জায়গা মজবুত করেছেন তিনি। একটার পর একটা সুপারহিট ছবি বেরিয়েছে হৃতিকের হাত দিয়ে। জনপ্রিয়তার দিক থেকে পিতা রাকেশ রোশন (Rakesh Roshan)-কেও পিছনে ফেলে দিয়েছেন তিনি।
করিনা কাপুর ও করিশ্মা কাপুর (Kareena Kapoor and Karisma Kapoor) : বলিউডের খ্যাতনামা খানদান কাপুর পরিবারের দুই প্রতিভাবান অভিনেত্রী হলেন করিনা এবং করিশ্মা। এই দুই ডিভার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই।