সাধারণত নায়কদেরই প্রতিপত্তি দেখা যায় ভারতীয় সিনেমাতে(Indian Cinema)। তবে ইদানিং সময়ে বৃদ্ধি পেয়েছে নায়িকাদেরও গুরুত্ব। একটা সময় কেবল নায়কদের সাথে প্রেম, নাচ, গানেই সীমাবদ্ধ ছিল নায়িকাদের ভূমিকা। তবে এখন অভিনেত্রীদের দেখা যাচ্ছে মূখ্য চরিত্রে। অনায়াসে করে ফেলছেন ধামাকাদার অ্যাকশন প্যাকড ফিল্ম(Action Packed Film)। অ্যাকশন লেডি(Action Lady) হিসেবে বড় পর্দায় মুগ্ধতা ছড়ানো ছয় বলিউড ডিভার কথা বলব আজকের প্রতিবেদনে।
১. দীপিকা পাড়ুকোন : বলিউডের ভার্সাটাইল অভিনেত্রীদের মধ্যে প্রথমেই যে নামটা আসবে তা হল দীপিকা পাড়ুকোন। মিনাম্মা থেকে মস্তানি সব ধরনের চরিত্রেই অত্যন্ত সাবলীল তিনি। সম্প্রতি রেকর্ড গড়েছে ‘পাঠান’ ছবিতে অভিনয় করে। আগামী দিনেও এরকম আরো ছবিতে অভিনয় করবেন বলে খবর।
২. ক্যাটরিনা কাইফ : ক্যাটরিনার হিন্দি উচ্চারণ বা অভিনয় নিয়ে প্রশ্ন উঠলেও তার ডান্সিং স্কিল বা অ্যাকশন স্টান্ট নিয়ে কারো কিছু বলার নেই। তিনি মূলত এই ধরণের ছবিতেই বেশি অভিনয় করেন। সালমান খান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্সে দেখা গেছে। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘টাইগার থ্রী’তে।
৩. তাপসী পান্নু : উপরের দুজনের মত নামডাক না হলেও তাপসীও একজন বড় মাপের অভিনেত্রী। অ্যাকশন হোক কি ড্রামা তিনিও সব চরিত্রেই সমান সাবলীল। পান্নু নীরজ পান্ডের ‘বেবি’ এবং এর প্রিক্যুয়েল ‘নাম শাবানা’ সিনেমাগুলোতে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি।
৪. রানী মুখার্জি : কথায় আছে পুরোনো চাল ভাতে বাড়ে। রানী মুখার্জির ক্ষেত্রে এই প্রবাদটি ভীষণ রকমের প্রযোজ্য। যত দিন যাচ্ছে তত নিজেকে ভেঙেচুরে গড়ছেন তিনি। প্রদীপ সরকার পরিচালিত ‘মারদানি’ এবং ‘মারদানি ২’ সিনেমাগুলোতে রানী মুখার্জি অ্যাকশন লেডি হিসেবে বড় পর্দায় হাজির হয়েছিলেন। শীঘ্রই আরো বড় পরিসরের একটি অ্যাকশন সিনেমায় তাকে দেখার প্রত্যাশা করছেন সবাই।
৫. সোনাক্ষী সিনহা : মুরগাদোসের ‘আকিরা’ সিনেমায় অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি আসলে কোন শো-পিস নন। সম্প্রতি একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন যেখানে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।
৬. প্রিয়ঙ্কা চোপড়া : নায়িকা নির্ভর ছবির কথা হচ্ছে আর আমাদের গ্লোবাল স্টারের কথা না বললে হয়। যতদিন বলিউডে ছিলেন তখনও একাধিক অ্যাকশন মুভিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর এখন তো হলিউডের একাধিক অ্যাকশন প্যাকড মুভিতে দেখা যায় তাকে। অ্যাকশন লেডি হিসেবে বড় পর্দায় প্রিয়াঙ্কা সবদিক থেকেই মাননসই বলে মনে করেন সংশ্লিষ্টরা।