মহাপঞ্চমীর দিন এক গুচ্ছ নতুন বাংলা সিনেমা। মোট ৯ টি ছবি মুক্তি পেয়েছে বলে জানা গিয়েছেঃ রক্তরহস্য (কোয়েল মল্লিক অভিনীত), ড্রাকুলা স্যার (মিমি, অনির্বাণ), এসওএস কলকাতা (যশ, নুসরত), গুলদস্তা (স্বস্তিকা, অর্পিতা এবং দেবযানী), লাভ-স্টোরি (বনি, ঋত্বিকা), সাাহেবের কাটলেট (অঞ্জন দত্তের ছবি), দুধ পিঠের গাছ (ক্রাউড ফান্ডিং-এর টাকায় তৈরি ছবি), চলো পটল তুলি (সব্যসাচী চক্রবর্তী), শিরোনাম (যিশু সেনগুপ্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায়)।