sourav gangulys daughter sana ganguly read in oxford university where monthly fees very high

বিশ্বের সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়ে পড়েন সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা, বার্ষিক বেতন শুনলে বনবন করে ঘুরবে মাথা

গোটা বিশ্বের মধ্যে যে কটি খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)। প্রায় ১০০০ বছরেরও বেশি পুরোনো এই বিশ্ববিদ্যালয়। এখানে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশুনো করেন তাঁরা নিজেদের ধন্য বলেই মনে করেন।

খ্যাতিসম্পন্ন এই প্রতিষ্ঠানে পড়াশুনো করে নোবেল পুরস্কার পেয়েছেন মোট ৭২ জন। যা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি রেকর্ড বলেই মনে করা হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে মোট ৩০,০০০ এরও বেশি শিক্ষার্থী। বিশ্বের বহু কোর্স উপলব্ধ এই শিক্ষা প্রতিষ্ঠানে। তাই দিনের পর দিন বাড়ছে চাহিদাও।

তবে সবচেয়ে তাৎপর্য্যপূর্ণ বিষয় হল এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর(Sourav Ganguly) কন্যা সানা গাঙ্গুলী(Sana Ganguly)। আর এই কারণেই তারকা ক্রিকেটারের পকেট থেকে খসাতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।

Oxford University

বর্তমানে সময়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠান হল অক্সফোর্ড। এখানে তিন বছরের কোনও কোর্স সম্পূর্ণ করতে হলে গুনতে হয় ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। তবে এখানেই শেষ নয়। আলাদা ভাবে দিতে হবে টিউশন ফি। দিতে হবে হোস্টেল খরচ এবং খাওয়া-দাওয়ার খরচ।

Sourav Gangully

গোটা বিশ্ব জুড়ে রয়েছে বহু বিশ্ববিদ্যালয়। তবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশবিদ্যালয়ের মধ্যে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি নাম। তবে মর্যাদার বিচারে সবচেয়ে এগিয়ে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। মুঘলদের আগমনের প্রায় ৫০০ বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের। সালটা ১০৯৬। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং সকলেই পড়াশুনো করেছেন এখানে। আর বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৌরভ কন্যা সানা।

Papiya Paul

X