নিউজশর্ট ডেস্ক: ধনী থেকে দরিদ্র। প্রায় সব শ্রেণীর মানুষই যাতায়াত করেন ট্রেনে (Train)। আমাদের দেশের প্রায় লক্ষ লক্ষ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ভরসা রাখেন রেলপথে (Indian Railways)। আসলে রেলপথে যাতায়াত যেমন স্বাচ্ছন্দ্যময় তেমনই আরামদায়ক। যদিও ইংরেজ শাসন চলাকালীনই স্থাপিত হয়েছিল রেললাইন। আজও এর সুফল পাচ্ছেন ভারতবাসী।
প্রায় প্রত্যেকটি স্টেশনের সাথে জড়িয়ে রয়েছে কিছু না কিছু ইতিহাস। আমাদের দেশে এমন অনেক রেলস্টেশন আছে যার নাম শুনলেই অবাক হতে হয়। আবার রয়েছে বেশ কিছু মজাদার নামও। কোন কোন রেলওয়ে স্টেশনের নাম হয় অনেক বড় আবার কোনটা ছোট। তবে দেশের সবচেয়ে ছোট রেল স্টেশনের নাম কি জানেন?
আমরা যদি দেশের সবচেয়ে ছোট রেল স্টেশনের কথা বলি তাহলে এর নাম মাত্র দুটি অক্ষরেই রয়েছে। এই রেল স্টেশনের নাম ‘আইবি’। এটি পড়শী রাজ্য ওড়িশায় অবস্থিত। এই স্টেশনটির নাম এতটাই ছোট যে শুরু হলেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। জানা যায়, জনপ্রিয় এই স্টেশনটির নাম ‘ইব’ নদী থেকে এসেছে। বলা হয় এটি ভারতের একমাত্র স্টেশন যার নাম এত ছোট।
এতো হল ভারতের সবচেয়ে ছোট রেল স্টেশনের নাম। এবার ভারতীয় রেল স্টেশনের আরও কিছু মজার মজার নামের কথায় আসা যাক। দেশের বিভিন্ন প্রান্তে নানান মজার নামের রেল স্টেশন রয়েছে। যেমন, ভাতার, সালার, শালী, সহেলি। আবার মিঁয়া কি ওয়াদা, লোটা পাহাড়, ঘটিয়া আজম খান নামের আজব স্টেশনও রয়েছে। তবে দেশের সবচেয়ে বড় রেল স্টেশনটির নাম জানেন কি? এই নাম নিতে গেলে আম বাঙালির দাঁত ভেঙে যেতে পারে।
অদ্ভুত এই রেলস্টেশনটির নাম হল ভেঙ্কটনরসিংহরাজুভারিপেটা। অন্ধপ্রদেশ(Andhrapradesh) এবং তামিলনাড়ু(Tamilnaadu) সীমান্তে অবস্থিত এই স্টেশন। শুনলে অবাক হবেন, এটি স্টেশনটির আসল নাম নয়। এলাকাবাসীর কাছে এই স্টেশনটি পরিচিত, ‘শ্রী ভেঙ্কট নরসিংহ রাজু ভারি বাহাদুর ভারি পেটা’। তবে স্টেশনের নাম এত বড় হলেও এখানে কিন্তু খুব একটা বেশি ট্রেন দাঁড়ায় না। হাতেগোনা কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন স্টপেজ দেয় এখানে।