worlds five richest temple here is the list

বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ৫ মন্দির, যেখানের সিন্দুকে রয়েছে কোটি কোটি টাকা, হিরে-জহরত!

নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেক মন্দিরের(Temple) রয়েছে নিজস্ব ইতিহাস। ভগবানের ওপর বিশ্বাস করে বিভিন্ন মন্দিরে ভিড় জমান পর্যটকেরা। শ্রদ্ধা নিবেদন করেন দেবতাদের প্রতি। তবে জানেন কি আমাদের দেশেই এমন ৫ টি মন্দির আছে যে মন্দিরগুলি বিশ্বের সবচেয়ে ধনী মন্দির (Richest Temple) হিসেবে পরিচিত। আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেই তথ্য।

শ্রী পদ্ভনাভ স্বামী মন্দির

কেরালার তিরুবনন্তপুরম এ অবস্থিত এই মন্দির। জানা যায়, এই মন্দির দর্শন করতে ছুটে আসেন সারা বিশ্বের মানুষ। একটা সময় এই মন্দিরের ভূগর্ভস্থ থেকে মিলেছিল গুপ্তধনের সন্ধান। উদ্ধার হয়েছিল প্রায় হাজার কোটি টাকার মূল্যবান হিরে। সেই থেকেই দেশের সবচেয়ে ধনী মন্দির হিসেবে পরিচিত এই মন্দিরটি।

তিরুপতি মন্দির

বিখ্যাত এই মন্দিরটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। সকলের মনের ইচ্ছে পূরণ হয় এই মন্দিরে। এই বিশ্বাস নিয়েই মন্দিরে ছুটে আসেন বহু পর্যটক। পৌরাণিক মতে, একটা সময় এই মন্দিরে বসবাস করতেন ভগবান বালাজি। মনের ইচ্ছে পূরণ হওয়ার আসায় এই মন্দিরে বিপুল সম্পত্তি দান করেন ভক্তরা।

সাই বাবা মন্দির

শিরডিতে অবস্থিত দেশের তৃতীয় ধনী মন্দির সাই বাবা মন্দির। গোটা বিশ্ববাসীর কাছে এই মন্দির জনপ্রিয় একটি তীর্থস্থান। সাই বাবার ভক্তদের পাশাপাশি বহু মানুষ ভিড় জমান এই মন্দিরে।

সিদ্ধি বিনায়ক মন্দির

মুম্বাইতে অবস্থিত এই মন্দির। দেশের বিখ্যাত মন্দির গুলির মধ্যে এটি অন্যতম। এই মন্দিরে বাস ভগবান গণেশের। প্রতি বছর এই মন্দিরে ভিড় জমান দেশ বিদেশের বহু ভক্তরা।

স্বর্ণ মন্দির

পাঞ্জাবে অবস্থিত এই মন্দিরকে সাজানো হয়েছে সোনা এবং রুপো দিয়ে। আর সেকারণে এই মন্দির হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান এই মন্দিরে। পঞ্জাবের অমৃতসরে আছে শিখ ধর্মাবলম্বীদের এই মন্দির।

Avatar

Papiya Paul

X