নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিক(Bengali Serial) নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় সেরার জায়গা ধরে রেখেছে এই সিরিয়াল। যদিও গত সপ্তাহে ছন্দপতন হয়েছে। ‘জগদ্ধাত্রী’র কাছে হেরে গিয়েছে অনুরাগের ছোঁয়া। এই সিরিয়ালের একই ট্র্যাক দেখে দেখে বিরক্ত সকলেই।
সূর্য-দীপার দুই মেয়ে সোনা-রুপার কষ্ট সহ্য করতে পারছেন না দর্শকেরা। আবার অন্যদিকে মিশকার কথা শুনে বার বার দীপাকে ভুল বুঝেই চলেছে সূর্য। আর সেভাবেই অপমান করে চলেছে দীপাকে। এই বোকামির জন্যই হিরো থেকে দর্শকদের চোখে ভিলেন হয়ে উঠেছে সূর্য। দর্শকেরা তার ডাক্তার হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। আর এবার দর্শকদের মনে জায়গা করতে নতুন টুইস্ট আনতে চলেছেন নির্মাতারা।
নতুন প্রোমোতে দেখানো হয়েছে, বাড়ির কাউকে কিছু না জানিয়ে সোনা ও রুপাকে নিয়ে বেরিয়ে যাবে সূর্য। আর এদেরকে খুঁজে না পেয়ে ভয়ে গা হাত পা ঠাণ্ডা হয়ে যাবে দীপার। এবার আগামী পর্বে দেখানো হবে দুই মেয়েকে খুঁজে না পেয়ে অসুস্থ হয়ে পড়বে দীপা। আর এই ঘটনা জানতে পেরে দীপার চিকিৎসা করতে ছুটে আসবে সূর্য।
মৃত্যুর মুখোমুখি দীপা!
মৃত্যুশয্যায় থেকে দীপা সূর্যকে অনুরোধ করবে যে সে যেন আবার ডিএনএ টেস্ট করাক, যাতে সব সত্যি সামনে আসে। এবার সব সত্যি ফাঁস করার আগেই কি দীপা মরে যাবে? নাকি আরো বড়োসড়ো চমক আছে দর্শকদের জন্য? সেটা দেখার জন্য অপেক্ষায় আছেন দর্শকেরা।