বিয়ের ৩ বছরের মাথাতেই সুখবর! মা হলেন মানালি দে! পর্দার ‘শিমুলে’র পরিবারে এলো নতুন অতিথি

নিউজশর্ট ডেস্কঃ Manali Dey And Abhimanyu Mukherjee New Member: বাংলা সিরিয়াল(Bengali Serial) জগতের এক পরিচিত মুখ ‘মানালি দে'(Manali Dey)। একের পর এক ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে জি বাংলার(Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha)ধারাবাহিকে। এখানে এক গৃহবধূ শিমুলের চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় দেখানো হচ্ছে স্বামীর সঙ্গে সম্পর্ক তার ভালো নেই। কিন্তু বাস্তব জীবনে দ্বিতীয় বিয়ে করে বেশ সুখেই আছেন মানালি।

তিন বছর আগে লকডাউনের সময় মানালি এবং অভিমুন্য(Abhimanyu Mukherjee) বিয়ে করেন। তার স্বামী একজন পরিচালক। এবার শোনা যাচ্ছে, তাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। আর এই খুশির খবর শুনে উচ্ছ্বসিত তার ভক্তরা।

গত ১৫ ই আগস্ট বিবাহবার্ষিকীর দিন স্বামীকে উদ্দেশ্য করে মানালি লিখেছিলেন, “হাড় জ্বালাবো, প্রাণ ভোলাবো, ঝগড়া করবো, আবার ভাবও করব।” বিবাহবার্ষিকীর সপ্তাহ কাটতে না কাটতেই নতুন অতিথি এসেছে তাদের সুখের সংসারে। মানালি তার এই নতুন সদস্যের নাম রেখেছেন কই মুখোপাধ্যায়। আসলে এটি একটি ছোট্ট চারপেয়ে পোষ্য।

 

View this post on Instagram

 

A post shared by Manali Manisha Dey (@manali_manisha)

মানালি অভিমুন্য এবং তাদের ছোট্ট কইয়ের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। তিনজনের একসাথে মিষ্টি ফ্রেমের ছবি দেখে আদরে ভরিয়ে দিয়েছে অনুরাগীরা। বরাবরই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মানালি। নিজের ভিডিও ও ছবি তিনি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন। তাই নতুন সদস্যের আগমনের ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী।

Papiya Paul

X