সব অশান্তির মূল শ্বাশুড়ি, সোনা-রুপার কষ্টের জন্য সূর্যকে নয়, লাবণ্যকে চরম অপমান করল দীপা

নিউজশর্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে ততই বোরিং লাগছে ‘স্টার জলসা’র(Star Jalsa) টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। প্রায় এক বছর হতে চলল তবুও ভুল বোঝাবুঝি যায়নি সূর্য এবং দীপার মধ্যে। দুজনের মিল দেখার জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন দর্শকেরা। কিন্তু কিছুতেই দুজনের মধ্যে মিল দেখাচ্ছে না নির্মাতারা। এর মধ্যে আবার সূর্য সরাসরি জানিয়ে দিয়েছে, মিশকাকে বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করতে চায় সে।

সম্প্রতি এ ধারাবাহিকে দেখানো হয়েছে বেস্ট ডাক্তারের পুরস্কার নেওয়ার সময় মঞ্চে শুধুমাত্র সোনার নাম উল্লেখ করে সূর্য। সকলের সামনে সোনাকে তার দত্তক মেয়ে বলে। এই কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে সোনা, সবার সামনে চিৎকার করে বলে যে সে মোটেই সূর্যর দত্তক নিয়ে নয়। সোনা এবং রুপা দুজনেই সূর্যর নিজের মেয়ে। এই কথা ফাঁস হয়ে যাবার পর সেখানে উপস্থিত সব সংবাদমাধ্যম সূর্যকে ঘিরে ধরলে মিশকার বুদ্ধিতে সেখান থেকে সরে যায় সূর্য।

এরপরেই সেনগুপ্ত বাড়িতে এসে ধুন্দুমার কান্ড বাধায় দীপা। প্রচন্ড রেগে গিয়ে বিরাট কান্ড করে। শ্বশুরবাড়িতে এসেই শাশুড়ি লাবণ্যর দিকে আঙ্গুল তুলে চেঁচিয়ে ওঠে সে। তার এই কষ্টের জন্য শাশুড়িকেই দোষারোপ করে দীপা। সোনা এবং রুপাকে এতদিন লাবণ্যই আলাদা করে রেখেছিল। সব সত্যি জেনেও মুখে বন্ধ করেছিলেন লাবণ্য।

হঠাৎ প্রিয় শাশুড়ির প্রতি রেগে আগুন হয়ে যায় দীপা। আর এরপরেই সোনার যাবতীয় জিনিস নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায় সে। দীপা চায় না সেনগুপ্ত বাড়িতে তার সন্তানদের কোন চিহ্ন থাকে। তবে এভাবেই কি এগোতে থাকবে গল্প? নাকি দর্শকদের কথা ভেবে আগামী দিনে মিল ঘটাবে নির্মাতারা? তবে সমস্ত কিছু জানার জন্যই আগামী পর্বগুলো দেখতে হবে দর্শকদের।

Papiya Paul

X