নিউজশর্ট ডেস্কঃ সোমবার সপ্তাহের শুরু থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বেশ কিছু জেলাতে। বেশ কিছুদিন ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গ জুড়ে। অবশেষ সেই অস্বস্তি থেকে কিছুটা হলেও রেহাই মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস(Weather Office)।
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আর তার জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস এর আগেই জানিয়েছিল, শুক্র-শনিবার নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। রবিবার সেটি আরো শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই ঘুনাবর্তের জেরে পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে আগামী দু থেকে তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে ৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত হবে। আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলোতে ও কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের জেরে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কম হবে। যদিও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তকর পরিবেশ বজায় থাকবে।