হাতে বাজেট কম, চিন্তা নেই! মাত্র ১৫০০ টাকার মধ্যে ঘুরে আসুন এই অফবিট গ্রাম থেকে, মন বিন্দাস থাকবে

নিউজশর্ট ডেস্কঃ রাজ্যে কখনো গরম আবার কখনো বিক্ষিপ্ত বৃষ্টি, এর জেরেই অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। আর তাই শান্তির খোঁজে ঘুরতে যেতে চাইছেন বাঙালিরা। শহরের কোলাহল, অফিসের চাপ, ক্লান্তি কাটিয়ে নিরিবিলিতে কিছুটা দিন কাটানোর ইচ্ছে থাকে সকলের।

তবে অনেকে এই ইচ্ছেপূরণ করতে পারলেও অনেকের পক্ষে সম্ভব হয় না। আপনি যদি এরকম নিরিবিলি মনোরম পরিবেশে ঘুরতে যেতে চান, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। অনেক পর্যটকই পাহাড়ে যেতে ভীষন পছন্দ করেন। তবে এখন পাহাড় বলতে আর শুধু দার্জিলিং নয়, আশেপাশের অফবিট(Offbeat Destination) গ্রামকেও পছন্দ করেন তারা। আজকে এরকম এক গ্রামের খোঁজ নিয়ে এসেছি আমরা।

দার্জিলিং থেকে সামান্য দূরেই রয়েছে এই গ্রাম। চাইলে খুব কম সময়ের মধ্যেই এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এটির নাম ‘লিংথেম'(Lingthem)। এখানে আপনি একেবারে পরিবেশ দেখতে পাবেন। এখানের অপরূপ আবহাওয়া দেখে মন ভরে যাবে আপনার। আর আপনি যদি বৃষ্টিভেজা লিংথেম দেখেন তাহলে তো সোনায় সোহাগা। এখানে রং বাহারি ফুল, হালকা মেঘ, হালকা বৃষ্টি, কাঞ্চনজঙ্ঘা, চারিদিকে মেঘের লুকোচুরি সব কিছু দেখতে দেখতে মন ভালো হয়ে যাবে।

এখানে পাহাড়ের বুকে হঠাৎ করে সন্ধ্যা নামে। এখানে সূর্য ওঠা এবং সূর্য নামার এক আলাদা রকম সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। মাত্র ১৫০০-১৮০০ বাজেটের মধ্যেই এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আপনি নিজের ঘরে দরজা কিংবা জানালা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখানে যেতে হলে আপনাকে প্রথমে সিংটম যেতে হবে, তারপরে সেখান থেকে গাড়িতে সোজা লিংথেম।

 

Papiya Paul

X