হয়ে গেল অন্তিম পর্বের শুটিং! ‘এক্কা দোক্কা’র শেষপর্ব হ্যাপি নাকি স্যাড! ফাঁস জবরদস্ত অন্তিম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালগুলোর(Bengali Serial) মধ্যে এখন রেষারেষি তুঙ্গে। কোনো সিরিয়ালের টিআরপি(TRP) কম থাকলে তা বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। কোন কোন ক্ষেত্রে দেখা যায় গল্প অসমাপ্ত রেখে সিরিয়াল বন্ধ হয়ে যায়। এমনই ঘটনা ঘটেছে স্টার জলসার(Star Jalsa) ‘এক্কা দোক্কা'(Ekka Dokka)সিরিয়ালের সাথে। আগামী ২৫ শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন আর রাত ন’টায় সম্প্রচারিত হতে চলেছে অপরাজিতা আঢ্যর নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা'(Jol Thoi Thoi Valobasa)।

এতদিন পর্যন্ত ওই সময়ে ‘এক্কা দোক্কা’ সম্প্রচারিত হতো। এবার এই নতুন সিরিয়ালের জন্য বন্ধ হতে চলেছে পুরনো সিরিয়াল। গতকাল ছিল এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং। বেশ কিছুদিন ধরে এই সিরিয়াল নিয়ে কানাঘুসো চলছিল। অনেকেই মনে করেছিলেন হয়তো দুপুরের স্লটে এই সিরিয়ালকে পাঠানো হবে। কারণ এর আগেও অভিনেত্রী সোনামনি সাহার সিরিয়াল ‘মোহর’ দুপুরের স্লটে পাঠানো হয়েছিল।

তবে এবার আর তেমনটা ঘটলো না, রাতারাতি শেষ করে দেওয়া হলো এক্কা দোক্কাকে। আর এতেই মন খারাপ হয়ে গিয়েছে, দর্শকদের। এই ধারাবাহিকের শুরুতে রাধিকা এবং পোখরাজের কাহিনী নিয়েও শুরু হলেও পরবর্তীকালে তারা দুজনেই আলাদা আলাদা জীবনে পা রাখে। রাধিকা-অনির্বাণের সঙ্গে বিয়ে করে, আর ওদিকে পোখরাজ-রঞ্জার সঙ্গে বিয়ে করে। প্রথমদিকে পোখরাজ এবং রঞ্জার মধ্যে ভালোবাসা না থাকলেও পরবর্তীকালে একে অপরের প্রতি ভালোবাসা জন্মায়।

ওইদিকে রাধিকা এবং অনির্বাণের বিয়ের সময় অনেক রকমের বাধা আসে। এমনকি বিয়ের পরেও তাদের জীবনের সমস্যার শেষ থাকে না। সব ঝামেলা মিটিয়ে রাধিকা এবং অনির্বাণ একসাথে নতুনভাবে এগোতে শুরু করেছেন। অপরদিকে আবার রঞ্জা গর্ভবতী হয়েছেন। তাই নতুন অতিথি আসার আনন্দে রয়েছেন পোখরাজ এবং রঞ্জা। এই মুহূর্তে পোখরাজ এবং রঞ্জার মধ্যে সমস্ত মান-অভিমান ভেঙে হ্যাপি এন্ডিং হতে চলেছে।

শেষ দিনের শুটিংয়ে সমস্ত কলাকুশলীদের সঙ্গে ছবি শেয়ার করেছেন রাধিকা। এই ছবি দেখে বোঝা যাচ্ছে, ধারাবাহিকের শেষ দিনে রঞ্জার সাধ দেখানো হবে। তবে হয়তো নতুন অতিথি আগমনের দৃশ্যগুলো আর দেখতে পাবেন না দর্শকেরা। রঞ্জার জীবনের এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে আবার এক হয়ে যাবে সকলে। এই ছবি দেখে দর্শকরা মনে করছেন, হয়তো রঞ্জার শাশুড়ি মা রঞ্জাকে নিজের কাছে টেনে নেবেন এবং পোখরাজও সমস্ত মান-অভিমান দূর হবে। বোঝা যাচ্ছে সবার মধ্যে মিল দেখিয়ে শেষ হবে এই ধারাবাহিক।

Papiya Paul

X