পুঁজি লাগবে একদম অল্প, বাড়িতেই শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, মাসের শেষে কামাবেন লাখ লাখ টাকা

নিউজশর্ট ডেস্কঃ এখন মানুষের জীবনধারা বদলেছে। বদলে গিয়েছে যুগ। গত পাঁচ বছরের তুলনায় এখন মানুষের চাহিদা, শখ সমস্ত কিছুই বদলেছে। এতে বেড়ে গিয়েছে সাংসারিক খরচ। তাই পরিবারের একজন মানুষের পক্ষে চাকরি করে সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আর তাই চাকরির পাশাপাশি অন্য উপার্জনের পথ খুঁজছেন সাধারণ মানুষেরা। বাড়ির মধ্যে বসেই ছোট ব্যবসা(Business) করার কথাও পরিকল্পনা করছেন।

কিন্তু ব্যবসা শুরু করব ভাবলেই তো চলে না, এর জন্য প্রয়োজন সঠিক পদক্ষেপ। কিছু বিচার বিবেচনা করে তবেই একটি ব্যবসায় নামা উচিত। একটি ব্যবসা শুরু করতে গেলে মূলধন, জায়গার পাশাপাশি কাঁচামালের ব্যবস্থা সমস্ত কিছুই দেখতে হয়। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এমন একটি ব্যবসার(Business Idea) সন্ধান দেবো, যা আপনি নামমাত্র পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। এর পাশাপাশি এই ব্যবসার চাহিদাও থাকবে সারা বছরজুড়ে।

চলুন তাহলে এই নতুন ব্যবসা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি ললিপপ ক্যান্ডির ব্যবসা শুরু করে প্রচুর টাকা উপার্জন করতে পারেন। সারা বছর জুড়ে এই ব্যবসার চাহিদা থাকে তাই এখানে লোকসান হওয়ার সম্ভাবনা কম। আপনি নিজের বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করতে পারেন। ললিপপ ক্যান্ডি তৈরি করতে যে মেশিনের প্রয়োজন হয় সেটি আপনার বাড়ির এক কোণে ফিট হয়ে যায়। এই মেশিনের সাহায্যে আপনি যে কোন আকৃতির ললিপপ তৈরি করে নিতে পারবেন।

কি কি কাঁচামাল প্রয়োজন হয় এই ব্যবসার জন্য? চিনি, তেল, লিকুইড গ্লুকোজ, ফুড কালার ইত্যাদি। মেশিনের মধ্যে এগুলি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ললিপপ। বাজারে এই মেশিন আপনি কিনতে পারবেন। এই মেশিন কেনার জন্য আপনাকে একটু বড় পরিমাণের অর্থ বিনিয়োগ করতে হবে। এই ব্যবসাতে সরকারের তরফ থেকে লোনের ব্যবস্থা রয়েছে। আপনি একটি মেশিনে সারা দিনে প্রায় ২০০০ ললিপপ তৈরি করতে পারবেন। এই ব্যবসা করে প্রত্যেক মাসে ৫০ হাজার টাকার বেশি লাভ করার সুযোগ রয়েছে। আপনি যদি পরবর্তীকালে আপনার ব্যবসা বাড়ান তাহলে লাভের পরিমাণ বাড়বে।

Papiya Paul

X