নিউজশর্ট ডেস্কঃ বর্তমান ফোনের বাজারে IPHONE, VIVO, APPO, SAMSUNG, ONEPLUS, NOKIA এই কোম্পানিগুলো একচেটিয়া রাজত্ব করে চলেছে। এদের মধ্যেই কিছু পুরনো জনপ্রিয় কোম্পানি রয়েছে Micromax, Karbon, Lava – যেগুলো পুনরায় ভারতে কামব্যাক করার চেষ্টা করছে। যার মধ্যে Lava ইতিমধ্যেই সক্রিয়ভাবে বাজার দখলের জন্য পুরোদমে চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই এই Lava কোম্পানি ১৯,৯৯৯ টাকা দামের Lava Agni 2 5G একটি স্মার্টফোন লঞ্চ করেছে যেটি সমালোচক এবং ক্রেতা দুই তরফেরই ভালো ফিডব্যাক পেয়েছে।
এছাড়াও চলতি মাসের শেষের দিকে Blaze Pro 5G নামের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করে দিয়েছে। তবে Lava এগিয়ে এলেও Micromax, Karbon-র পক্ষ থেকে এখনো পর্যন্ত কামব্যাকের কোন প্রচেষ্টা নজরে আসেনি। তবে এবার সম্প্রতি ‘দ্যমোবাইলইন্ডিয়ান’ (TheMobileIndian) দাবি করেছে যে, Micromax বর্তমানে ভারতের বাজারে আবার এন্ট্রি নেওয়ার জন্য পুরোদমে চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও অর্থাৎ ২০২০ সালে Micromax ভারতীয় স্মার্টফোন বাজারে প্রত্যাবর্তনের অনেক চেষ্টা করেছিল। এমনকি বেশ কয়েকটি স্মার্টফোন ও লঞ্চ করেছিল। তবে সেভাবে সফল হয়নি। যদিও এবার পুরোদমে কামব্যাকের চেষ্টা করছে এই কোম্পানি। এমনকি ১৫ হাজার টাকার কমে স্মার্টফোন লঞ্চ করতে পারে বলেও জানা গিয়েছে। যদিও এই ডিভাইসের স্পেসিফিকেশন এখনো জানা যায়নি। এটি MediaTek চিপসেটের সাথে আসবে বলেও সূত্রের খবর। এর সাথে 5Gপরিষেবা থাকবে বলে জানা গিয়েছে।
এটাও শোনা যাচ্ছে, Micromax বিগত কয়েক মাস ধরে MediaTek ও Qualcomm -এর সাথে তাদের আপকামিং স্মার্টফোনের জন্য চিপ কেনার বিষয়ে আলাপ-আলোচনা করছে। যদিও Micromax -এর পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক লেট্ হয় বলে Qualcomm চুক্তি সাক্ষরে রাজি হচ্ছে না বলে খবর পাওয়া গেছে। তাই ২০২৪ এ লঞ্চ হতে পারবে কিনা সেই বিষয়ে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।